ধ্রুপদী নৃত্যের উৎসব নৃত্যগাথা, অনুষ্ঠানে মঞ্চ কাঁপালেন মল্লিকা সারাভাই
***** দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতে ধ্রুপদী নৃত্যশিল্পের অবন্তীর, দাক্ষিণাত্য, পাঁচালী ও ওড্রা মাগধী ঘরানায় নৃত্য নাটকে রূপ পেল নৃত্যের মধ্যে নাটকীয় অভিব্যক্তির প্রতীকী প্রকাশের জন্যই। মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের কন্যা ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছেন। একসময় বলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন। রাজনীতিতেও পা রেখেছিলেন। তবে কুচিপুড়ি ও ভরতনাট্যমের সুচারু পরিবেশনা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে।সম্প্রতি…
