TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভোটযুদ্ধ- দেশের লড়াই, প্রব -৩’ ২৪ মার্চ, রবিবার রাত ১০টায়।
কলকাতা, ২১শে মার্চ : ১৯৭৫-এর ২৫ জুন। সেদিন মধ্যরাতে দেশবাসীর মাথায় নেমে এসেছিল জরুরি অবস্থার কুঠার। দণ্ডমুণ্ডের কর্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষায় সেটা ছিল, ‘দেশে অরাজকতা চলছে– তাই শক ট্রিটমেন্ট চাই।’ তাই গণতন্ত্র সাময়িক ভাবে চলে গেল ঠান্ডাঘরে। বিরোধীদের গণহারে জেলবন্দি, পুলিশি সন্ত্রাস, খুন-জখম, সংবাদমাধ্যমের টুঁটি চিপে ধরা– বাদ যায়নি কিছুই। রাষ্ট্রীয় নিপীড়নে দিল্লির তুর্কমান গেট…