
ড্রাইভিং নারী প্রোগ্রামে এখন জন পরিবহনে নামছে ইন ড্রাইভের মেয়ে চালকেরা
* শ্রীজিৎ চট্টরাজ: দেবী পক্ষের মাত্র কয়েকদিন বাকি। আন্তর্জাতিক ইনড্রাইভ অ্যাপ জন পরিবহন পরিষেবা সংস্থা এখন স্কুটার পরিবহনে ড্রাইভিং নারী প্রকল্প চালু করল। আর্থিক স্বাধীনতায় স্বাবলম্বী করতে মেয়েরা এখন পথে নামছে দুচাকা পরিবহন পরিষেবা নিয়ে। পেশাদার চালক হিসেবে মেয়েরা এখন রাজপথ দাপিয়ে বেড়াবে। বুধবার মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উপস্থিত ছিলেন…