২৯ ও ৩০ অক্টোবর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এনেছে ধনতেরাস ধামাকা, পাঁচ’শ টাকায় সোনা
* দিগদর্শন ওয়েব ডেস্ক: সীতা চলেছেন বনবাসে। পরণে জৌলুশহীন পোশাক। কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছেন স্বর্ণালংকার। রাবণ যখন তাঁকে হরণ করেন, সেদিন তিনি পুষ্পক রথ থেকে নিজের সোনার গয়না ছড়াতে ছড়াতে গেছেন রামচন্দ্র যেন পথ নির্দেশ পান। রাবণ তাঁকে কোথায় নিয়ে গেলেন? লঙ্কায়। কোন লঙ্কায়? স্বর্ণালংকায়। সত্যিই কি রাবণের রাজ্য সোনায় মোড়া? না আসলে স্বর্ণলঙ্কা বলতে…