অভিজাত বোম্বে শার্ট কোম্পানি এখন মধ্য কলকাতায় নিজস্ব স্টোর খুলল
শ্রীজিৎ চট্টরাজ : উনিশ শতকের শেষ থেকে আজকের শার্টের সূত্রপাত যদি ইউরোপ থেকে শুরু হয় তবে শার্টের প্রথম যুগ বলা যায় তিন হাজার খ্রিস্টপূর্ব। ফ্লিন্ডার্সপেট্রি বিশ্বের প্রথম প্রাচীনতম সংরক্ষিত শার্ট মিশরীয় রাজবংশের সমাধি থেকে আবিষ্কার করেন। মেয়েরাও শার্ট পরা শুরু করে ইউরোপ ও আমেরিকায় ১৮৬০ সাল থেকে। স্বামীর শার্ট কাচতে গিয়ে কারুকাজ করা শার্ট কলার…
