ওয়েকেয়ারের উদ্যোগে ফুড এ টি এম প্রকল্প শুরু
দিগদর্শন ওয়েভ ডেস্ক : সমাজসেবী সংগঠন ওয়েকেয়ার কলকাতায় ফুড এ টি এম চালু করল। কলকাতার বিভিন্ন ক্লাব ও হোটেল কিংবা উৎসব বাড়িতে অনেক খাদ্য বাড়তি হয়। সংস্থার স্বেচ্ছাসেবকরা সেই খাদ্য বণ্টন করে অভাবী মানুষদের মধ্যে।২০১৭ সাল থেকে মধ্য কলকাতার সি আই টি রোডের সাঁঝা চুলহা রেস্তোরাঁ প্রতিদিন ৫০ জন অভুক্ত আর্থিক দূর্বল মানুষকে খাদ্য বণ্টন…
