
শরৎকালকে আলিঙ্গন, সাতদিন ব্যাপী কলকাতায় চলবে অভিনব শরৎ-উৎসব “শেফালী”
দিগদর্শন ওয়েব ডেস্ক: ঝলমলে মিঠে রোদ। মাঠভরা কাশ ফুল। আকাশভরা পেঁজা তুলোর মত মেঘেদের সারি। বাতাসে আগমনী সুর। পুজো পুজো গন্ধ—আমাদের প্রিয় শরৎ কাল এসে গেছে। শরৎ উৎসবের কাল। আনন্দের উদযাপন। এই শরৎ কালকেই আলিঙ্গন করতে সাতদিনব্যাপী অভিনব শরৎ-উৎসব “শেফালী” অনুষ্ঠিত হচ্ছে জি ডি বিড়লা সভাগরে। ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই শরৎ-আরতি। এমন…