চিকিৎসক পূর্ণেন্দু রায়ের অভিযোগ,জেনেসিস হাসপাতালের বদনাম ছড়ানোর মাফিয়া চক্রান্ত চলছে
***** দিগদর্শন ওয়েব ডেস্ক: ২০০৪ সালে মধ্যবিত্তের ভরসার কেন্দ্র হয়ে ওঠার তাগিদে দক্ষিণ কলকাতায় জেনেসিস হাসপাতাল গড়ে তোলেন শল্য চিকিৎসক পূর্ণেন্দু রায়।১০০ টি শয্যা,৪ টি অপারেশন থিয়েটার, এন আই সি ইউ, ফার্মেসি, প্যাথলজি, স্বাস্থ্যকর ক্যান্টিন ও ক্যাফের সহ একটি হাসপাতাল রোগীর পরিষেবা দিয়ে আসছে। ডা: রায় বলেন আপনার নিরাপত্তা, আমাদের অগ্রাধিকার মূলমন্ত্রে সাফল্যের সঙ্গে পরিচালিত…
