কলকাতা শিল্পভূমি আয়োজিত ভারত নাট্য মহোৎসব শুরু তারাপদ নাটক দিয়ে
দিগদর্শন ওয়েব ডেস্ক : ৩০ মে থেকে ১ জুন ২০২৫ দমদমের থিয়েএপেক্স মঞ্চে তিনদিনব্যাপী ভারত নাট্য মহোৎসবে আয়োজন করে কলকাতা শিল্পীভূমি নাট্য সংস্থা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ওড়িশার রৌরকেল্লা থেকেও একটি নাট্যদল যোগ দেয়। প্রথম দিনে মহোৎসবের উদ্বোধন হয় বসিরহাট কিংশুক গোষ্ঠীর তারাপদ নাটকটি দিয়ে। রবীন্দ্রনাথের ছোট গল্প অতিথি অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনার দায়…
