কলকাতা চলচ্চিত্র উৎসবে সোনার বাঘ পেল কিউবার ছবি দি ওয়েস্ট ইন জাপাটা
********* দিগদর্শন ওয়েব ডেস্ক: ৭৫ মিনিটের ছবি দি ওয়েস্ট ইন জাপাটা কিউবা ও স্পেনের যৌথ উদ্যোগের ছবির পরিচালক চিত্রগ্রাহক ডেভিড বিম।২০২৫ এ নির্মিত এই ছবির কাহিনী গড়ে উঠেছে এক বিশেষভাবে সক্ষম কিশোরীর বাবার ও মা কঠিন জীবন যুদ্ধে ব্যস্ত। ঘন জঙ্গলের জীবন বাজি রেখে খালি হাতে কুমির শিকার করে গ্রামে মাংস বিক্রি করে জীবন চালান।…
