চন্ডীতলা প্রম্পটার নিবেদিত মুক্তিসূর্য ক্ষুদিরাম নতুন প্রজন্মকে ভাবতে শেখায়
https://deegdarshan.com/wp-content/uploads/2024/04/InShot_20240403_181611387.mp4 শ্রীজিৎ চট্টরাজ : গত ২৭ ফেব্রুয়ারি উত্তর কলকাতার গিরিশ মঞ্চে চণ্ডীতলা প্রম্পটার মঞ্চস্থ করে মুক্তিসূর্য ক্ষুদিরাম।পরবর্তী মঞ্চায়ন আগামী বাংলা নববর্ষের কিছুদিনের মধ্যে। শহীদ ক্ষুদিরামের জীবন অবলম্বনে নাটকটিতে তাঁর তিনটি বয়সী একটি কোলাজ নির্মাণ হয়েছে। নাট্যকার প্রদীপ রায়। নির্দেশনা শ্যামল সরকারের।নাট্যকার বলেন স্বাধীনতার ৭৫ তম বর্ষে এই নাটকের নির্মাণ ছোটদের কাছে দেশের স্বাধীনতা সংগ্রামের কথা…
