টিভি বাংলার নতুন নিউজ সিরিজ উদোর পাপে বুধো বেকার, রবিবার রাত ১০টায়
দিগদর্শন ওয়েব ডেস্ক: কাঁটা ঘুরছে ঘড়ির। ঘুরছে পৃথিবী। একদিন , প্রতিদিন। হাজারের কোটা ছাড়িয়ে এগারশ দিন। এভাবেই আরও একমাস। তারপর এল সেই দিন। সেই ক্ষণ। কলকাতা তখন দাবদাহে বিমর্ষ। ঘড়িতে সকাল ১০ টা। অনেকটা বন্ধুর পথ পেরিয়ে আন্দোলনের তাপাগ্নিতে দগ্ধ শত শত কৌতুহলী চোখ তাকিয়ে কলকাতা উচ্চ আদালতের দিকে। মনে শঙ্কা বিচারের বাণী ভরসা যোগাবে…
