বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিজেপির চমক, উত্তর কলকাতায় তাপস রায়, ব্যারাকপুরে অর্জুন সিং, ঝুলন গোস্বামী, ডা: কুণাল সরকার?

দিগদর্শন পোর্টাল ডেস্ক: পবন সিং কে নিয়ে অস্বস্তির পর দ্বিতীয় দফার প্রার্থ তালিকা প্রকাশের ক্ষেত্রে বিজেপি সতর্ক। ফলে প্রার্থী ঘোষণায় সময় নিচ্ছে দল।

ক্রিকেটার মোহাম্মদ সামি

বিজেপি সূত্রের খবর , নতুন তালিকায় থাকতে পারেন ক্রিকেটার মোহাম্মদ সামি, ঝুলন গোস্বামী, ডাঃ কুণাল সরকার, অক্ষরা সিং, মৌসুমী কয়াল্, অরুণ হালদার, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় , সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায় , সিদ্ধার্থ মজুমদার , ডা,: শীলভদ্র দত্ত, পাপিয়া অধিকারী, অঞ্জনা বসু। এছাড়া প্রার্থী হতে পারেন দুধকুমার মণ্ডল, সোনালী গুহ, কল্যাণ চৌবে, ভারতী ঘোষ ও অগ্নিমিত্রা পল। 

ডাঃ কুণাল সরকার

দলীয় বিজ্ঞপ্তি না হলেও তমলুক কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী , ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং ও উত্তর কলকাতায় সদ্য তৃণমূল ছেড়ে আসা তাপস রায় একদম নিশ্চিত। 

ক্রিকেটার ঝুলন গোস্বামী

দ্রুত পট পরিবর্তন হচ্ছে। বিজেপি ও তৃণমূল দলে প্রার্থী মনোনয়ন নিয়ে বেশ কয়েকটি কেন্দ্রে বিদ্রোহ দেখা যাচ্ছে। আসানসোল কেন্দ্র নিয়ে সমস্যার পর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আর মুখ পোড়াতে রাজি নন। তাই চলছে বাছাই। রবিবার দিল্লি উড়ে গেলেন শুভেন্দু , সুকান্ত। বহু কেন্দ্রে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রবল হয়ে দেখা দিয়েছে।।আসা করা যাচ্ছে মঙ্গলে ঊষ বুধে পা। এই দুদিনের মধ্যে বিজেপি বাকি আসনের প্রার্থী নাম ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *