শ্রীজিৎ চট্টরাজ: সখি ভালোবাসা কারে কয়, সেকি কেবলই যাতনাময়,,,, বলেছিলেন রবীন্দ্রনাথ। আবার তিনিই জীবন সায়াহ্নে এসে বলেন, জীবনে কাউকে আমি ভালোবাসিনি। এটুকু স্বার্থপর না হলে আমি আমি হতে পারতাম না। সাহিত্যে প্রেম হৃদয়ের কোণে লালিত এক অনুভূতি হলেও বিজ্ঞান বলে প্রেম আসলে মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের ক্ষরণের বহিঃপ্রকাশ। সে যাই হোক, মিলনের সম্পুর্ণ আস্বাদ মেলে ক্ষণিক বিরহে। কখনও কখনও হয় স্থায়ী বিচ্ছেদ। তবু মনের গভীরে বাঙালি জারিত করে প্রেমের রসায়ন। তাই শিল্প সাহিত্যে গানে প্রেম আসে শত সহস্র বার। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিন্ করোনা মুহূর্তে তিন মূর্তি মুম্বাইয়ের সুদেশ ওয়াদেকরের ছাত্র গায়ক রত্নেন্দ্র, গীতিকার গৌতম সুস্মিত ও সুরকার বাপ্পা অরিন্দম অলস মূহুর্তে সৃষ্টি করেন গান শুধু তোমাকে চাই। কেননা বিশ্বের তামাম প্রেমিক প্রেমিকা তখন ঘরবন্দী। বিরহ জ্বালার উপলব্ধি করেছে তারা হঠাৎ গতিশীল জীবনে ছেদ পড়ায়। সেই অভিব্যক্তি এই তিন মূর্তির যৌথ সৃষ্টিতে এক সংজ্ঞা পেয়েছে।


রেড রিবন এন্টারটেনমেন্ট নিবেদিত এই মিউজিক ভিডিওতে রূপদান করেছেন পায়েল রায় ও রোহণ। মুম্বাইতে লতা মঙ্গেশকরেস্টুডিওতে গানটি গৃহীত হয়েছে। মিক্সিং করেছেন লতাজির স্টুডিওর স্বনামধন্য কুশলী কমলেশ শর্মা। গানটি ইউ টিউব সহ সমস্ত প্রথমশ্রেনির অ্যাপে উপলব্ধ। বাংলা নতুন বছরের প্রাক্কালে একটা বাংলা গানকে বাঙালি আশীর্বাদ দেবেন এমন ইচ্ছাই প্রকাশ করলেন ত্রয়ী।