বড়বাজারে ডাকাত ধরার ফাঁদ পাতলেন স্বর্ণ ব্যবসায়ীরা

*

দিগদর্শন ওয়েব ডেস্ক : রাজ্যের বিভিন্ন স্থানে সংগঠিতভাবে এক পেশাদার চক্র সোনার দোকান গুলিতে রেইকি করে ডাকাতি করছে। পুলিশের তদন্তে মিলে তিহার জেলের কুখ্যাত মাফিয়া মাস্টার মাইন্ড। এরপর তো আরও লোমহর্ষক তথ্য পেশ করেছে পুলিশ। সম্প্রতি হাওড়ার এক সোনার দোকান ডাকাতির পিছনে ৫০ বছর বয়সী এক চাচী ৪২০কে কলকাতায় বিহার থেকে তুলে নিয়ে এসেছে।জন গেছে একসময় সুবোধ সিংয়ের দলের এই মহিলা , যার আসল নাম আশা মাহাতোর নিখুঁত পরিকল্পনায় হাওড়ার ডোমজুড়ে ডাকাতি হয়। ফলে কলকাতার পুলিশ এখনআরও বেশি সজাগ। সজাগ হচ্ছেন কলকাতার স্বর্ণ ব্যবসায়ীরা। নাগরিক সুরক্ষার দায়িত্ব বর্তায় রাজ্য প্রশাসনের। কিন্তু নিরাপত্তার প্রাচীর গড়ে তুলতে নিজেদের স্বার্থেই বড়বাজার এলাকার জুয়েলারি ব্যাবসায়ীদের সংগঠন বড়বাজার জুয়েলারি অ্যাসোসিয়েশন সি সি টিভি নজরদারি প্রকল্পে ৬৪ টি ক্যামেরা বসিয়েছেন বড় বাজার এলাকায়। সি সি টিভি প্রযুক্তি বিপণন সংস্থা কে এন সি সার্ভিসেস এই প্রকল্পের দায় নিয়েছে। বড়বাজারের দু কিলোমিটারএলাকায় ব্যাপী এই নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।২৪×৭ এই নজরদারি বজায় রাখার জন্য একটি ওয়াচরুমেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রযুক্তি বিপণন সংস্থার পক্ষে প্রতিষ্ঠাতা ক্রান্তি নাগভেকার সাংবাদিক সম্মেলনে জানান, আমরা বড়বাজার অঞ্চলে ব্যবসায়ী ও নাগরিসুরক্ষার জন্য এই প্রকল্পের ব্যবস্থা করেছি। অনুষ্ঠানউপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা। তিনি বলেন, শুধু ডাকাত নয় , জাল সি বি আই , ইডি ও ইনকাম ট্যাক্স কর্মী সেজে একদল দুর্বৃত্ত যে ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করতে আসে তাদেরও চিহ্নিত করা যাবে। তিনি পরামর্শ দেন ব্যবসায়ী সংস্থার পক্ষে যেন একজন আইনজীবীও নিয়োগ করা হয়। ফলে তদন্তকারী দলও যদি আসে সেখানে আইনি অধিকার সম্পর্কে তিনি সঠিক পরামর্শ দিতে পারবেন। উপস্থিত ছিলেন বড়বাজার থানার ওসি। ছিলেন স্থানীয় ব্যবসায়ীদের এক অংশ। ব্যবসায়ী সংগঠনের সম্পাদক রবি কারেল বলেন দ্রুত এই নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সমগ্র বড়বাজারে গড়ে তুলবেন। ব্যবসায়ী সংগঠনের সভাপতি অরুণ ভার্মা বলেন, এই সচেতনমূলক পদক্ষেপ ভবিষ্যত জন্য ইতিবাচক ভূমিকা নেবে। বড়বাজার থানার ওসি বলেন , ব্যবসায়ী কর্তৃপক্ষের কাছে অনুরোধ ছবির ফুটেজ যেন দীর্ঘসময় সংরক্ষিত করা হয়।সি সি টিভি নজরদারি চালুর প্রথম দিনে বেঙ্গল ইন্টারন্যাশনাল জুয়েলারি শো এর ,৫ ম সংস্করণ উন্মোচন করা হয়। যা কলকাতার মিলন মেলা এক্সিবিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *