দিগদর্শন ওয়েব ডেস্ক : রবি কবির জন্মদিন উপলক্ষে আশা অডিওর তরফে নিবেদন আজি জোৎস্না রাতে মিউজিক ভিডিও।শিল্পী কৌশিক চক্রবর্তী ও প্রজ্ঞা।সঙ্গীতায়োজন কৌশিক চক্রবর্তী। ভিডিও চিত্রটির চিত্র গ্রহণ ও পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। গানটি আশা অডিও ইউ টিউব চ্যানেলে সহ অন্যান্য চ্যানেলে উপলব্ধ। আশা অডিওর পক্ষে অপেক্ষা লাহিড়ী বলেন, খুব আন্তরিক ভাবে এই মিউজিক ভিডিওটি প্রকাশ হলো। আমাদের বিশ্বাস রবীন্দ্র অনুরাগীরা এই মিউজিক ভিডিও দর্শক ও শ্রোতাদের সমাদর পাবে।