*******
দিগদর্শন ওয়েব ডেস্ক : ১৯৯২ সাল থেকে সমাজের প্রান্তিক অঞ্চলের পিছিয়ে থাকা মেয়েদের উন্নয়ন ও নারী ক্ষমতায়নের এক বিনামূল্যে শিক্ষাপ্রদান কর্মযজ্ঞ করে আসছে আর্য সেবা গার্লস এডুকেশন সোসাইটি। এই মূহূর্তে মহেশতলা, বজবজ অঞ্চলে হনুমান মন্দিরের কাছে ব্যবসায়িক সংস্থা রূপা গেঞ্জি জাঙ্গিয়া নির্মাতাদের আর্থিক সাহায্যে গড়ে তোলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের স্কুল স্টার গার্লস একাডেমি। বর্তমানে প্রায় ১৫০০ মেয়েদের ভবিষ্যত স্বপ্ন পূরণের দিশা দেখাচ্ছে এই সংস্থা। গত তিরিশ বছর ধরে সংস্থার প্রতিষ্ঠাতা শ্রীমতি কৃষ্ণাকান্তা ও সমাজকর্মী পণ্ডিত কমল শর্মা এই অঞ্চলের মেয়েদের শিক্ষা সুবিধা ও প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে সরবরাহ করছেন।
ইতিমধ্যেই এই সংগঠনের কর্মযজ্ঞের নিরিখে বহু প্রান্তিক মেয়েরা আজ বিমান সেবিকা, শিক্ষিকা, পুলিশ অফিসার ও প্রেসিডেন্সির মত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন ।এখনো এই প্রান্তিক মেয়েদের বিনামূল্যে বই , ইউনিফর্ম, সোয়েটার, স্কুলব্যাগ, খাদ্যসামগ্রী ও স্বাস্হ্যসেবা প্রদান করছে। সংগঠনের বক্তব্য,২০২৬ সাল থেকে নতুন এই ভূমিপূজোর স্থানে একটি চারতলা বিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়ে যাবে। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব ও প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।