বাংলার বাজারে সোনার গুঁড়ো মেশানো আর্টিকা গোল্ড পান মশলা

******

দিগদর্শন ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর সোনার বাজারে এক ঐতিহ্যের নাম আর্টিকা গোল্ড। মূলত সোনার অলঙ্কার, বিস্কিট ও বার বিক্রেতা। পাশাপাশি পুরানো সোনার গহনা প্রয়োজনে বিক্রি করতে গিয়ে যাঁরা অসাধু ব্যবসায়ীর খপ্পরে পড়তেন তাঁদের ন্যায্য দাম দিয়ে এই সংস্থা সোনা কিনে নেয়। আর্টিকা সংস্থার কর্ণধার ড: বোম্মান হল্লি বাবু সম্প্রতি সোনা ব্যবসার পাশে সোনার গুঁড়ো মেশানো আর্টিকা গোল্ড পানি মশলা বাজারের এনেছেন।কলকাতায় এই পান মশলার বিপণনের শুভ সূচনা হয় মধ্য কলকাতার এক ঐতিহ্যশালী পাঁচতারা হোটেলে । মশলা বিপণনের সূচনা করেন প্রযোজক, পরিচালক আরবাজ খান।

সংস্থা অধিকর্তা ড: বোম্মান হল্লি বাবু বলেন, পান মশলা একটি হানিকারক পণ্য। তাই মশলার সঙ্গে সোনার গুঁড়ো মিশিয়ে পণ্যটি স্বাস্থ্যকর হিসেবে তৈরি করেছি।২৪ ক্যারাট বিশুদ্ধ সোনার গুঁড়ো থাকছে প্রতিটি প্যাকেটে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ বরাবর এক অপার সম্ভাবনাময় ক্ষেত্র। আমরা শুধু স্বর্ণক্রয় ব্যবসায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন খাতে বিনিয়োগ ও উদ্ভাবনের চেষ্টা করি। আর্টিকা গোল্ড পানমশলা এমনই এক উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *