মেন্টাল হেলথ উইকে অন্তরা উদ্বোধন করল অ্যাক্সিস-অন্তরা ইনস্টিটিউটের অফ হেল্থ সায়েন্সেস

*******

দিগদর্শন ওয়েব ডেস্ক : মানসিক স্বাস্থ্য ও সুস্থতা সেবার ক্ষেত্রে অগ্রণী প্রতিষ্ঠান অন্তরা সম্প্রতি পালন করল মেন্টাল হেল্থ উইক ২০২৫। এই অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা হলো মধ্যত কলকাতার একটি মঞ্চে। উদ্বোধন হলঅ্যাক্সিস ব্যাংকের সহযোগিতায় অ্যাক্সিস -অন্তরা
ইনস্টিটিউট অফ হেল্থ সায়ন্সেস।

প্রধান অতিথি ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ মেন্টাল হেল্থ সাইন্স এর উপাচার্য ড: মুকুল ভট্টাচার্য । উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেল কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক কোভিন গোহ, অন্তরায় সভাপতি কমলপ্রকাশ।

অন্তরা সংগঠন মানসিক স্বাস্থ্য , নার্সিং ও সহযোগী বিজ্ঞানক্ষেত্রে একাডেমিক উৎকর্ষতা এবং দক্ষতা বৃদ্ধির প্রসারে ঘটানো। সংগঠন চায় নতুন প্রজন্মের মধ্য থেকে সহনাভূতিশীল দক্ষ পেশাজীবী তৈরি করে ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পূরণে।
এদিনের অনুষ্ঠানে বছরব্যাপী সংগঠনের কর্মযজ্ঞের বিবরণ দেওয়া হয়। বিশেষভাবে সক্ষমদের নিয়ে গুপি গাইন বাঘা বাইন কাহিনীর সম্পাদিত রূপ পরিবেশিত হয়। যা দর্শকদের প্রশংসা অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *