সর্বভারতীয় প্রথম সারির অনলাইন শিক্ষা সংস্থা আপগ্রেড আনল সুলভে আই টি জগতে দক্ষ হয়ে ওঠার সুযোগ

*

দিগদর্শন ওয়েবডেস্ক: হীরক রাজার দেশে রাজার নিদান ছিল জানার কোনও শেষ নাই , জানার ইচ্ছা বৃথা তাই। কিন্তু ২১ শতাব্দী বলছে, কম্পিউটারসাইন্স ও আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স ২১ শতাব্দীর বড় পরিবর্তন এনে দিচ্ছে বিশ্বজুড়ে। স্বাভাবিক ভাবে প্রয়োজন হচ্ছে প্রচুর দক্ষ কর্মী। প্রতিনিয়ত আই টি কর্মী ও ছাত্রছাত্রীদের নিজেকে আপডেট করা প্রয়োজন। অথচ যাঁরা কোনও পেশায় যুক্ত হয়ে আছেন কিম্বা দেশে এমন প্রান্তিক অঞ্চলে থাকেন তাঁদের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। মুশকিল আসান করতে উত্তর কলকাতার গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশেই উন্মোচন হলো মুম্বাইস্থিত দেশের অন্যতম বৃহৎ অনলাইন শিক্ষা কেন্দ্র আপ গ্রেড। কলকাতায় এই সংস্থার সহযোগী ঢনঢনিয়া এডুকেশন কনসালটেন্সি।

কলকাতা শাখায় এল এল এম, ডিজিটাল মার্কেটিং, এম বি এ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং, সফ্ট ওয়ার ও টেকনোলজি, ডাটা সাইন্সএবং অ্যানালিটিক্স ম্যানেজমেন্ট ইত্যাদি শিক্ষাক্রম ওন লাইনে সহজে ও সাধ্যের মধ্যে খরচে লক্ষ্যপূরণ করার সুযোগ এল। এমনটাই বলেন সহযোগী ব্যবসায়িক অংশীদার অজয় কুমার ঢনঢনিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক সুরকার নচিকেতা চক্রবর্তী। নচিকেতা বলেন, আমাদের সময়ে যদি এমন সুযোগ থাকত, অনেকেই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারত সীমিত আর্থিক ক্ষমতায়। প্রতিবেদকের তরফে প্রশ্ন ছিল , শিক্ষায় শুধু কাজ মেলে না । দরকার ব্যবহারিক দক্ষতা। সংস্থা কত সেই ব্যবস্থা করতে পারবে যেখানে হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। সংস্থার পক্ষে অশোক ঢনঢনিয়া জানান সেই সূযোগ থাকছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় পুরপিতা রাজীব সিনহা ও টেকনো ইন্ডিয়ার সি ই ও অধ্যাপক সুজয় বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *