মিঃ টেনিসের স্মৃতিতে পরিবারের উদ্যোগে আখতার আলী ফাউন্ডেশন সুপার সিরিজ জুনিয়র টেনিস টুর্নামেন্ট

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: বিজয় অমৃতরাজ, আনন্দ অমৃতরাজ, রমেশ কৃষ্ণান, লিয়েন্ডার পেজ বা সোমদেব বর্মণের মত বিশ্বখ্যাত টেনিস খেলোয়াড় গড়ার কারিগর ছিলেন মিস্টার টেনিস। যিনি নিজে ১৯৫৮ থেকে ১৯৬৪ পর্যন্ত ভারতীয় ডেভিস কাপ দলের সদস্য ছিলেন। সিঙ্গলস ও ডাবল দুই ফরম্যাটেই খেলতেন।২০২০ সালে তিনি প্রয়াত হন। তাঁর পরিবারের উদ্যোগেই গড়ে তোলা হয় আখতার আলী ফাউন্ডেশন। আখতার আলীর পুত্র জিশান আলীও একজন কৃতি টেনিস খেলোয়াড়। এখন তিনি ভারতীয় দলের কোচ। জিশান আলীর দুইটি পুত্র নিলোফার আলী ও জরিন আলী পিতামহের ঐতিহ্য বহন করে চলেছেন। ভারতীয় টেনিস জগতে ত্রিদেব প্রেমজিৎ লাল, জয়দীপ মুখার্জি ও আখতার আলীর বন্ধুত্বে প্রথম ছেদ পড়ে ২০০৮ সালে চলে গেলেন প্রেমজিৎ। সময়ের অমোঘ বিধানে একে একে নিভিল দেওটি।

ত্রয়ীর বয়োজ্যেষ্ঠ আখতার আলীর স্মরণে গড়ে ওঠা আখতার আলী ফাউন্ডেশন আয়োজিত জুনিয়র টেনিস টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে পুরষ্কারবিতরণী অনুষ্ঠানে প্রয়াত শিক্ষাগুরু আখতার্ট আলীর স্মৃতিচারণ করলেন বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। জুনিয়র বিভাগের দুটি পর্যায়ের পুরুষ মহিলা চ্যাম্পিয়ন ও রানার্সদের হাতে পুরষ্কার তুলে দেন লিয়েন্ডার পেজ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *