
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি কলকাতায় প্রেস ক্লাবের অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষে একটি সাংবাদিক সন্মেলনে সংগঠনের সভাপতি ড: চন্দ্রচূড় গোস্বামীর জানালেন, দিল্লির সন্ত্রাসবাদীদের ফাঁসির দাবিতে এবং নিহতদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করে প্রতিবাদে জানাচ্ছেন। ড: গোস্বামী আরও জানান, এস আই আর করতে গিয়ে নির্বাচন কমিশন যেন দেশীত কেন্দ্রীয় শাসক দলের অনুগত না হয় সেদিকের সংগঠন কঠোর দৃষ্টির রাখছে। অখিল ভারত হিন্দু মহাসভা চায় এসআই আরে যেন একজনও সঠিক ভোটার তালিকা থেকে বাদ না যান। দেশে শত্রুর রাষ্ট্রের প্ররোচনায় একদল ভারতবিরোধী এদেশের নাগরিক জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে।দ্রুত এদের চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেওয়া হোক।বিশেষ করে চিন্তার কারণ এক বিদেশি সম্প্রদায়ের মানুষ যারা পেশাগতভাবে চিকিৎসক হয়েও মানববিরোধী কাজ করছে। দেশের মানুষকে বিষ মিশ্রিত ওষুধ ও পথ্য দিয়ে মেরে ফেলার ঘৃঙ্গর চক্রান্ত করছে।

সংগঠনের অন্যান্য বক্তারা জানান, ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম মৌলবাদীদের তোষণ করা হচ্ছে।ফলে সব ধর্মের মানুষ আক্রান্ত হচ্ছেন। অখণ্ড ভারতের স্বপ্ন আমরা সফল করব। সংগঠনের অন্যতম কর্মকর্তা অণিমা মণ্ডল জানালেন মতুয়া ও এস সি এস টি , ওবিসি সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভাজন ঘটিয়ে বাঙালিদের অস্তিত্ব সংকটে ফেলার ক্ষেত্রে জড়িত সবচেয়ে বিশ্বাসঘাতকতা করে থাকেন সেই মানুষটি যোগেন মণ্ডল। ইতিমধ্যেই সংগঠনের পক্ষে এই মুহুর্তের সংকটে অখিল ভারত হিন্দু মহাসভার দাবি ও সিদ্ধান্তের স্পষ্ট রূপরেখা পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দিল্লির সন্ত্রাসবাদী ঘটনার বিরুদ্ধে দোষীদের ফাঁসি চেয়ে রাজ্যের রাজ্যপালের কাছেও স্মারকলিপি পেশ করা হয়েছে। নির্বাচন কমিশনকে দেওয়া এক স্মারকলিপিতে এস আই আর কার্যক্রমে কমিশন যেন শাসক দলের ইচ্ছায় প্রভাবিত না হয় তার দিকে দৃষ্টি দেওয়ার কথা জানানো হয়েছে।
