
দিগদর্শন ওয়েব ডেস্ক : শনিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন দেশের সবচেয়ে প্রাচীন দি পি এইচ ডি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পদাধিকারীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হেমন্ত জৈন, পশ্চিমবঙ্গ সংগঠনের চেয়ারম্যান বিনোদ দুগার, কেন্দ্রীয় সংগঠনের কো- চেয়ারম্যান সঞ্জয় থাপা, সি ই ও এবং সেক্রেটারি জেনারেল ডা: রঞ্জিত মেহেতা ও ডেপুটি সেক্রেটারি জেনারেল অফ দি চেম্বার ডা: যতীন্দর সিং।
সংগঠনের পক্ষে হেমন্ত জৈন বলেন , ব্যবসায়ীদের স্বার্থে সরকারি ও বেসরকারি যেকোন প্রয়োজনে সংগঠন পাশের থাকে। আমরা এই মুহূর্তে বাংলার্ট শিল্পদ্যোগীদের পাশের থেকে সামাজিক উত্তরণের শরিক হতে চাই। অসংগঠিত ব্যবসায়ীদের কাছে অনুরোধ আপনারা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের শুধু নয় দেশের অগ্রগতির শরিক হন।
পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিনোদ দুগার বলেন সংগঠনগতভাবে বাংলার শিল্পোদ্যোক্তাদের যেকোন সাহায্যে পাশে থাকার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববাজারে রপ্তানি ক্ষেত্রে যোগাযোগের সবরকম সহযোগিতায় সংগঠন কাজ করছে।