বেশ্যার বারমাস্যা

পর্ব : ১২৮

বৌদ্ধ সময়ে গণিকাদের জীবন নিয়ে নাটক মৃচ্ছকটিক ।

বৌদ্ধ সময়ে গণিকাদের জীবন নিয়ে নাটক মৃচ্ছকটিক ।

সুজিৎ চট্টোপাধ্যায়: গত পর্বে যে মূলদেবের উল্লেখ করেছি বেতালর পঞ্চবিংশতির উপাখ্যানে যাদুকর হিসেবে অবতীর্ণ হয়েছেন। ঐতিহ্য তাঁর স্ত্রীও ছিলেন অতিধূর্ত। তাঁদের সন্তানও হাম কিসিসের কম নেহি। কোনো কোনো ক্ষেত্রে বাপকেওর ছাপিয়ে গেছে মূলদেবের পুত্র। বৌদ্ধ আমলে মৃচ্ছকটিকে দেখা গেছে গণিকাকন্যাদের সশৃঙ্গার নাট্য শিক্ষা দেওয়া হচ্ছে। কুট্টনীমতে দেখা গেছে বৃদ্ধা কুট্টনী তরুণী গণিকাকে তার ব্যবসা সম্পর্কে উপদেশ দান করছে। সময়মাতৃকায় অভিজ্ঞা কুট্টনীকে দেখানো হয়েছে যে, একটি যুবতী গণিকা তার সহায়তায় এক ধনীর নন্দনকে ফাঁদে ফেলে তার বাবা- মাকে দোহন করছে।

মধ্যযুগের গণিকা।

লেখকদ্বয় তাঁদের গ্রন্থের ১৫১ নং পৃষ্ঠায় লিখেছেন, দশকুমার চরিতে ( উচ্ছ্বাস ২) আছে যে গণিকার মাতা তাকে এই ভাবে যত্ন করবেন ও শিক্ষা দেবেন। ভাবী গণিকা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার দেহসৌন্দর্য রক্ষা, স্বাদু ভোজ্যদ্রব্য দিয়ে তার দেহ পালন করবে, যাতে গণিকার কান্তি বল, বুদ্ধির বৃদ্ধি হয়। ভাবী গণিকাকে উপযুক্ত ভাবে সজ্জিত না করে কোন লোককে, এমনকি তার পিতাকেও না দেখানোর প্রথা ছিল। কন্যার জন্মদিন এবং উৎসবাদি জাঁকজমক করে পালন; তাকের কামশাস্ত্রেসকল বিষয় সম্পর্কে অভিজ্ঞ করা ; নৃত্য -গীত -বাদ্যে দীক্ষাদান এবং অভিনয় , চিত্রবিদ্যা, রন্ধনকার্য, গন্ধদ্রব্য তৈরী করা, মালা গাঁথা b, লেখাপড়া, মার্জিত ভাষায় মনোভাব প্রকাশ, রসিকতা করা, ব্যাকরণ ন্যায় ও জ্যোতিষ শাস্ত্রে জ্ঞান দান ইত্যাদির উল্লেখ আছে।

মধ্যযুগের গণিকাদের নৃত্য শিক্ষার জন্য বিশেষ শিক্ষক নিয়োগ করা হতো।

তাছাড়া মায়ের কাছে সে শিখবে জীবিকার্জনের উপায় বিলাস কলা,ক্রীড়া। গোপনে নিযুক্ত লোকের কাছে যৌন বিজ্ঞানের রহস্যও অবগত হবে। গণিকাকে বিশেষ কোনো উপলক্ষ্যের উপযোগী গান গাওয়ার দক্ষতা থাকা প্রয়োজন; এইজন্য তাকে এই উদ্দেশ্যে নিযুক্ত বিশেষজ্ঞদের কাছে তালিম নিতে হতো।( চলবে)

পরবর্তী পর্ব আগামী ১১ জুলাই, শুক্রবার,২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *