পাঁচদিন ব্যাপী ২১ জানুয়ারি থেকে কলকাতায় ছোট ছবির বড় উৎসব ,প্রবেশে অবাধ

দিগদর্শন ওয়েব ডেস্ক : ২১ শে জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী ছোট ছবির বড় উৎসব ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। মঙ্গলবার রোটারি সদনে আয়োজিত সাংবাদিক সন্মেলনে সংগঠনের পক্ষে ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী জানান, পঞ্চম বর্ষের এই ছোট ছবির বড় উৎসবের দেশীয় ও বিদেশি নির্বাচিত ছবির প্রদর্শন হবে। প্রবেশ অবাধ।৩০ টির বেশি দেশের ছবি এসেছে। ছবির সংখ্যা প্রায় ২৫০। ছবিগুলি সরাসরি অনলাইন ও প্রেক্ষাগৃহে দেখার সুযোগ থাকছে।থাকছে বেশ কয়েকটি মাস্টার ক্লাস ও সেমিনার। বিশেষত করে জনরাত চলচ্চিত্র নিয়ে পড়াশুনার করছেন তাঁদের জন্য জাত সহায়ক।

ছবিগুলি প্রদর্শিত হবে রোটারি সদন, বারাসতের অ্যাডামাস ইউনিভার্সিটি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজে। সেমিনারে অংশ নেবেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, পরিচালক সুদর্শন চক্রবর্তী, অর্জুন দত্ত, পার্থ চক্রবর্তী, প্রমুখ। দেশীয় ছবির তালিকায় থাকছে কমলেশ্বর মুখোপাধ্যায়, রিংগো পরিচালিত ছবি, রত্না পাঠক শাহ, রজত কাপুর,সঞ্জয় মিশরে,সীমার বিশ্বাস, মানসী সিনহা, ফাল্গুনী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখ অভিনীত ছবি। প্রতিযোগিতামূলক বিদেশীর ছবি এসেছে সুইজারল্যান্ড, ঘানা, তাইওয়ান, নরওয়ে, চিন, ওমান, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, সিঙ্গাপুর, তুরস্ক, ফ্রান্স থেকে।

পুরষ্কার থাকছে ৩০ টি। মোট ১৮৫ টি চবি প্রদর্শিত হবে।, জুরিদের মধ্যে থাকছেন, অর্ঘ্যকমল মিত্র, ড: মোহন দাস, সানা নরোউজবেইগি ( ইরান), প্রাক্তন আই ডি পি এ- র প্রেসিডেন্ট রজনী আচার্য, তাইওয়ান/ ইউ এস এ -র পরিচালক শিয়ুন ওয়াং, বাংলাদেশের পরিচালক আশ্রফ শিশির, জয়া শীল, সঙ্গীত পরিচালক নবারুণ বোস, গায়ক পরিচালক সন্দীপন রায়, লেখক চলচ্চিত্র নির্মাতা ড: অনসূয়া শ্রীনিবাসন আয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *