দিগদর্শন ওয়েব ডেস্ক: এক মহিলা রোগী ,জিনির গলায় খাদ্য আটকে যাওয়া , বুকে ব্যথায় ও ওজন হ্রাস সমস্যায় ভুগছিলেন। ডিসান হাসপাতালে এক সংকটজনক নিরীক্ষণের পর অর্থাৎ এন্ডোস্কোপি,ম্যানোমেট্রি ও ব্যারিয়াম এক্সরে ইত্যাদির মাধ্যমে অ্যাচালাসিয়া কার্ডিয়া যা বিরল ও বিপদজনক একটি সমস্যা সনাক্তকরণ করা হয়। সিদ্ধান্ত হয় নতুন উন্নত প্রযুক্তি পোয়েম প্রক্রিয়ায় রোগীর শল্য চিকিৎসা হবে। হাসপাতালের অন্যতম দক্ষ ও অভিজ্ঞ শলির চিকিৎসক ও অভিজিৎ সরকারের পরিচালনায় রোগীর সফল শল্য চিকিৎসা সম্পন্ন হয়। রোগীর দ্রুত সুস্থতালাভের পর তিনদিনের মধ্যে রোগী বাড়ি ফিরে যান।
ডাঃ অভিজিৎ সরকার
ডা: সরকার বলেন , এই অ্যাচালাসিয়া রোগটি বিরল ও জটিল। জীবনে যা গুরুতর প্রভাব ফেলে। আমাদের ডাক্তার নার্স, ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টায় আমরা সফল হয়েছি। এই পোয়েম প্রযুক্তিনির্ভর চিকিৎসা ডিসান হাসপাতালে প্রথম। হাসপাতালের গ্রুপটি ডিরেক্টর শাঁওলি দত্ত বলেন, প্রতিদিন উন্নতির প্রযুক্তি নিয়ে গবেষণা ও তার সফল প্রয়োগ নিয়ে আমাদের পরিকাঠামো উন্নত করি। ফলে এই প্রথম পোয়েম প্রযুক্তি প্রয়োগে আমরা সাফল্যের পেয়েছি। এই প্রক্রিয়া এমন এক বিকল্প পদ্ধতি যা রোগীর স্বাস্থ্য দ্রুত স্বাভাবিক নামমাত্র ব্যথা ও দীর্ঘমেয়াদি ফল দেয়। আমাদের পাকস্থলী ও অন্ত্র চিকিৎসা বিভাগ এক নজির সৃষ্টি করেছে।
শাঁওলি দত্ত
গ্রুপ ডিরেক্টর, ডিসান হাসপাতাল
******