দিগদর্শন ওয়েব ডেস্ক : শনিবার সন্ধ্যায় যোজক প্রযোজিত এক সঙ্গীত- নাট্য সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে নাটকের গান গাইবেন অভিনেতা পরিচালক দুলাল লাহিড়ী ও ইন্দিরা বন্দোপাধ্যায়। দুলাল লাহিড়ী গাইবেন ৬০ ও ৭০ দশকের থিয়েটারের গান। ইন্দিরা গাইবেন রবীন্দ্রসঙ্গীত। দ্বিতীয় পর্বে নাট্যকার স্মরজিৎ বন্দোপাধ্যায়ের ইউ টার্ন নাটকটি মঞ্চায়িত হবে। নির্দেশনায় কিংশুক চক্রবর্তী। মুখ্য উপদেষ্টা দুলাল লাহিড়ী। অভিনয়ে সুজিত বিশ্বাস , শুভাশিস ঘোষ, অভিনন্দন সোম, মধুপর্ণা দাস, সুস্মি মুখার্জি, নিকর হাওলাদার, প্রদ্যোত চক্রবর্তী ও শুভব্রত বসু। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন ডা: বর্ণালী ঘোষ ও রজত মল্লিক।