দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতার অভিজাত এলাকা ক্যামাক স্ট্রিটের আর আর জুয়েলার্স ৪৮ তম প্রতিষ্ঠবার্ষিকীতে নিবেদন করেছে মহারাণী ও মহারাজা কালেকশন।বিয়ের প্রয়োজনীয় অলঙ্কারের সেট দুটি ভাগে ভাগ করেছেন। একটি বিয়ের পাত্রের জন্য। অন্যটি নববধূর জন্য। এছাড়াও ক্রেতা তাঁদের পছন্দমত সোনা ও হীরের গয়না থাকছে। থাকছে লাকি ড্র। ইউরোপ ট্রিপ , এল ই ডি টিভি ও স্মার্ট অ্যাপল ফোন। এছাড়াও থাকছে মজুরিতে ৫০ শতাংশ ছাড়।
বিপণীর প্রতিষ্ঠাতা রতনলাল আগরওয়াল জানান, ক্রেতাদের আস্থা আর ন্যায্য দাম ও পণ্যের মান নিয়ে গ্রাহক সন্তুষ্টি দিচ্ছি বলেই আমরা আজ দেশে ছটি দোকান পরিষেবা দিচ্ছি। দ্বিতীয় প্রজন্মের অন্যতম পরিচালক রেবতী রামন আগরওয়াল জানান, কলকাতায় তিনটি, শিলিগুড়িতে একটি, রাজ স্থানে একটি ও রৌরকেল্লায় পরিষেবা দিচ্ছি। তৃতীয় প্রজন্মের ঋষভ আগরওয়াল জানালেন, ডিজাইনের ক্ষেত্রে প্রফিট তিনমাসে গ্রাহকের রুচির পাল্টাচ্ছে।সেই চাহদকেই সম্মান জানিয়ে আমরা ডিজাইন শিল্পীদের নিয়ে প্রতিনিয়ত গবেষণার করি। সারা বিশ্বে বাঙালি কারিগরের খ্যাতি । আমরা তাঁদের শিল্প নৈপূণ্যকে হাজির করি গ্রাহকদের কাছে।