দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি সুরিন্দর ফিল্মস নিবেদিত এ্যাকশনধর্মী মির্জা ছবির একটি রোমান্টিক গান প্রকাশিত হল। ক্রমাগত ঘটনাপ্রবাহে মোচড় আনা অ্যাকশনধর্মী থ্রিলার ছবি মির্জা তে মুখ্য চরিত্রে আছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা সেন। এই ছবি দিয়ে অঙ্কুশ প্রযোজনার জগতে পা রাখলেন। রিয়েল জীবনের রোমান্টিক রসায়ন রিলে পাবেন অঙ্কুশ ভক্তরা। অঙ্কুশ হাজরা মো অভিনেতা অঙ্কুশ জানালেন, মির্জা ছবির রসায়নে গালিব বলে এই মির্জাকে লোকে গানটি চিত্রায়িত হয়েছে অভাবনীয় ভাবে। গানটির সুরকার ও গায়ক ঈশান। কোরিওগ্রাফিতে আলাদা মাত্রা এনে দিয়েছেন রাহুল। গানটি চিত্রায়িত হয়েছে মন্দারমণি আউটডোর লোকেশনে।
অঙ্কুশ হাজরা এই ছবিতে একটি প্রতিবাদী চরিত্র। পেশাগতভাবে মাছ বিক্রেতা। ছবিটিতে বাস্তবায়ন ঘটাতে সত্যিকারের মাছ বাজারে যেমন শুটিং হয়েছে তেমন চলনে বলনে পোশাকে তার প্রতিধ্বনি থাকছে। ইতিমধ্যেই অঙ্কুশ ও ঐন্দ্রিলার রসায়ন টলিউডে চর্চার বিষয় হয়ে উঠেছে। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত মির্জা অঙ্কুশ। বিপরীতে ঐন্দ্রিলা মুশকান। ছবির ধার ও ভার বানাতে যেসব শিল্পীর উপস্থিতি থাকছে এই ছবিতে তাঁরা হলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় , ঋষি কৌশিক, শোয়েব কবীর। আগামী ৯ এপ্রিল বাংলা নববর্ষের প্রাক্কালে ছবিটি মুক্তি পেতে চলেছে।