TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতি র অলিম্পিক’। ৪ অগাস্ট, ২০২৪, রবিবার রাত ১০ টায়।

দিগদর্শন ওয়েব ডেস্ক:২০২৪ অলিম্পিক্সে ভারতের সাফল্য নতুন ইতিহাস তৈরি করেছে। প্রতিযোগিতায় ভারতের অ্যাথলিটদের অভূতপূর্ব পারফরম্যান্স ক্রীড়া জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু অলিম্পিক্সের ইতিহাস শুধু খেলাধুলার নয়, যুদ্ধ, রাজনীতি, এবং মানবতার প্রতিফলনও। এই ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলি নিয়ে আসছে আমাদের নতুন নিউজ সিরিজ, যেখানে উঠে আসবে অলিম্পিক্সের কিছু অজানা ও মর্মান্তিক ঘটনা।

গাজা, যেখানে বছরের পর বছর যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তিনীয়রা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। ২০২৪ অলিম্পিক্সে প্যালেস্টাইন ছিল সবচেয়ে ছোট দল, যার সব খেলোয়াড়ই উদ্বাস্তু। কিন্তু অলিম্পিক্সও থামাতে পারেনি যুদ্ধের ধ্বংসযজ্ঞ, ভূমধ্যসাগরের রক্তাক্ত জল। ইতিহাসে বহুবার অলিম্পিক শান্তির প্রতীক হলেও, যুদ্ধের আঁধার তা ছুঁতে দিয়েছে না।

১৯৩৬ বার্লিন অলিম্পিক্স ছিল নাৎসি জার্মানির ফ্যাসিবাদের প্রদর্শনী। হিটলারের আর্য জাতির শ্রেষ্ঠত্বের দাবি ছিল এক বিশাল প্রতারণা। কিন্তু জেসি ওয়েন্স, একজন কালো অ্যাথলিট, তার চারটি স্বর্ণপদক দিয়ে এই মিথ ভেঙে দিয়েছিলেন। বিদ্বেষের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি, যা পুরো বিশ্বকে মুগ্ধ করেছিল।

কোল্ড ওয়ারের সময়, অলিম্পিক্স ছিল আদর্শগত যুদ্ধক্ষেত্র। ১৯৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র মস্কো অলিম্পিক বর্জন করেছিল সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণের প্রতিবাদে, যা শূন্য গ্যালারি দিয়ে প্রতিবাদের ভাষা বলেছিল। পরবর্তীতে, ১৯৮৪ লস এঞ্জেলেস অলিম্পিকে সোভিয়েত এবং তাদের মিত্ররা পাল্টা বর্জন করেছিল। রাজনৈতিক উত্তাপ ক্রীড়াঙ্গনেও স্পষ্ট ছিল। শান্তির অলিম্পিক কীভাবে বার বার হয়ে উঠলো অশান্ত? কীভাবে রাজনীতি যুগে যুগে গ্রাস করেছে এই মঞ্চকে। সেই সব দুর্লভ ছবি ও বিশেষজ্ঞদের মতামত সহ দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতির অলিম্পিক’।

আগামী ৪ আগস্ট, ২০২৪, রবিবার রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *