কর্মী নিয়োগে সংস্থা ও প্রার্থীর মধ্যে বিনামূল্যে যোগসূত্র গড়ছে প্লেসমেন্ট বি

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: গত বছর ভারতীয় বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো’র সি ই ও ও এম ডি এস এন সুব্রহ্মণ্যম জানিয়েছিলেন , তাঁদের সংস্থায় ৩০ হাজারদক্ষ কর্মী সরকার, কিন্তু মিলছে না। ফলে সংস্থার উৎপাদন ব্যাহত হচ্ছে। সমীক্ষা বলছে, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি কর্মক্ষম জনসংখ্যা। দেশের ৬২ শতাংশ নাগরিকের মধ্যে ১৫: থেকে ৫৯ বছর বয়সী নাগরিক।আসা করা হয়েছিল ২০২৩ সালে মোট শ্রমশক্তি হবে ৪০৪.১৫ মিলিয়ন। কিন্তু সিলেবাসের শিক্ষার সঙ্গে প্রয়োজনীয় ব্যবহারিক শিক্ষার সুযোগ বিজ্ঞানসম্মত ভাবে নেই। ফলে শিক্ষাক্রম থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিশ্ব বাজারে দক্ষতা বলতে কি বোঝায় সেই সম্পর্কে অজ্ঞাত থেকে যান। বৈশ্বিক মান থেকে পিছিয়ে থাকার ফলে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। মনে রাখা দরকার ভারতীয় শিক্ষা ব্যবস্থার তিন বছরের স্নাতক শংসাপত্র মার্কিন দেশের এক বছরের সমান ।
আমাদের দেশে কর্মসংস্থানের সংস্থাগুলি প্রশিক্ষণ খাতে খরচ করার ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন। নারী কর্মী প্রশিক্ষণের ক্ষেত্রে তাঁদের আবাসিক ব্যবস্থার অভাব থাকায় প্রয়োজনীয় নারী কর্মী নিয়োগ কমছে।

প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ কর্মী নির্মাণে পরিকল্প নেওয়া হলেও সিন্ধুতে বিন্দু। এই প্রেক্ষিতে মুশকিল আসান প্লেসমেন্ট বি সংস্থা।সম্প্রতি প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিকসন্মেলনে সংস্থার পক্ষে বক্তব্য রাখেন মেন্টর দেবযানী ব্যানার্জি ও সংস্থার প্রধান তূর্যশঙ্কর কর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুমেট ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ড: অর্ণব চট্টোপাধ্যায় এবং অধ্যাপক কাঞ্চন সেনগুপ্ত। সংস্থা প্রধান তূর্য শঙ্কর কর জানান,২০২৩ সালে আগস্ট মাসে চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে সেতু বন্ধনের জন্য সংস্থার নির্মা অন্যান্য প্লেসমেন্ট সংস্থার সঙ্গে মৌলিক পার্থক্য আছে। সাধারণত ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি তালিকায় রাখা হয়। কিন্তু প্লেসমেন্ট বি রাজ্যের ডিগ্রি কলেজগুলিকেও তালিকায় রেখেছেন। পড়ুয়া ছাত্রছাত্রীরা শুধু সি ভি নয়, নিজেদের প্রোফাইল তৈর করএই সংস্থার ডাটা ব্যাংকে জমা করতে পারবেন সম্পুর্ণ বিনামূল্যে। সেই ডাটা সংস্থা পৌঁছে দেবে বড় ছোট মাঝারি কর্মসংস্থান সংস্থাগুলিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *