দারিদ্রতার বিরূদ্ধে ১ বিলিয়ন মানুষের ক্ষমতায়নের উদ্যোগ টেকনো ইন্ডিয়া গ্রুপের

দিগদর্শন ওয়েব ডেস্ক: টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক গৌতম রায়চৌধুরীর নেতৃত্বে আগামী ২০ বছরের মধ্যে ভারতে ১ বিলিয়ন উদ্যোগীদের ক্ষমতায়নের ও দারিদ্র্য দূরীকরণে একটি যুগান্তকারী ঘোষণা করেছেন। অধ্যাপক গৌতম রায়চৌধুরী ইতিমধ্যেই গত ৩৯ বছরে I মিলিয়ন মানুষের ক্ষমতায়ন করেছেন? আধুনিক কৃষি বিজ্ঞান ও সাধারণ শিক্ষার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মানুষজনকে উন্নীত করারসফল উদ্যোগ নিয়েছেন। প্রায় ২ মিলিয়ন গ্রামবাসীকে এক টাকায় ৪০ টি রপ্তানি যোগ্য আমের চারা প্রতিপালনের শিক্ষা দেওয়া হচ্ছে। যাঁরা এই আম কিনবেন এমন হাজার রপ্তানিকারক সংস্থা পাঁচ বছর পর যখন গাছ ফল দেবে তখ তাঁরা সেই আম কিনে নেওয়ার জন্য চুক্তি করছেন। বিশ্বব্যাপী হাজার বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিগুলিতে উপার্জন ও একটি ভবিষ্যত প্রজন্মের জন্য উচ্চশিক্ষার অর্থায়নের সুযোগ মিলবে। স্নাতকদের চাকরি সুরক্ষিত হবে অনলাইনে খামার পরিচালনা করবে সঙ্গে গ্রামের আরও পাঁচটি শিশুর সহয়তা করবে।

অধ্যাপক রায়চৌধুরীর পরিকল্পনা , আগামী ১০ বছরে এক ট্রিলিয়ন আমার চারা রোপণ করা, ছাদ , অনুর্বর জমি রাস্তার ধার ও জলাভূমিতে রূপান্তর করা। এক টাকা আমের অর্থনীতি হিসেবে পরিচিত এই উদ্যোগের লক্ষ্য একটি নতুন সবুজ বিপ্লবের সূচনা করা ও বৈশ্বিক উষ্ণায়নের বিরূদ্ধে লড়াই করা। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির স্মার্ট এগ্রিকালচার , বায়ো টেকনোলোজি ও ফুড টেকনোলোজি বিভাগের মাধ্যমে এ আই ভিত্তিক সরঞ্জাম ও কৃষি ড্রোন সহ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। শিক্ষাথীরা ইন্টার্নশিপ ও উন্নয়সহায়তায় মাধ্যমে বাস্তব অভিজ্ঞ্যতা এবং ক্ষমতায়ন লাভ করবে। অধ্যাপক রায়চৌধুরী বলেন, বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে এই পরিকল্পনা অতিরিক্ত উপার্জনের ও ক্ষমতায়নের ধারা উন্নীত করতে আমাদের ছাদে , ক্যাম্পাসে এবং বিশ্বব্যাপী দারিদ্র্য দূর করতে ও স্ব ক্ষমতায়নকে উন্নীত করতে আমাদের ছাদে ক্যাম্পাসে এবং বিশ্বব্যাপী প্রধান বাড়িগুলোতে মেগা আম প্রকল্প চালু করতে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *