বিশ্ব তামাক বর্জন দিবসে ডিসান হাসপাতালের বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্প

*

দিগদর্শন ওয়েব ডেস্ক : বিশ্ব জুড়ে ৩১ মে তামাক বর্জন দিবস পালিত হয়। সারা বিশ্বে প্রতি পাঁচজনে দুজনের মুখের ক্যান্সার ধরা পড়ছে। শতাংশের হিসেবে মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ। প্রতি চারজন নারীর একজন জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।রায় প্রেক্ষিতে ডিসান হাসপাতাল বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে আগামী ১৫ মে।সমীক্ষা বলছে,২০২২ সালে মুখের ক্যান্সারে ভারতের উৎপাদনশীলতার ক্ষতি প্রায় ৫.৬ বিলিয়ন ডলার। যা জি ডি পির ০.১৮ শতাংশ। এই প্রথম কোনো বেসরকারি হাসপাতালের তরফে এমন উদ্যোগে এই প্রথম।

শুধু পরীক্ষা নয় তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে জনসচেতনা মানুষের কাছে পৌছে দেওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে। শিবিরে উপস্থিত থাকবেন ডিসান হাসপাতাল গ্রুপ সি এম ডি সজল দত্ত ও পরিচালক শাওলি দত্ত।রায় স্বাস্থ্য শিবিরে অনকোলজি , নিউক্লিয়ার মেডিসিন ও ওরাল হেলথের বিশেষজ্ঞরা থাকবেন। এই তালিকায় আছেন ডা: সমুজ্জ্বল দাস, ডা: শ্রেয়া মল্লিক, ডা: অতুল নারারাও রাউত ও ডা: মনোরঞ্জন চৌহান। হাসপাতালের তরফে জানানো হয়েছে যাঁরা শিবিরে যোগ দিতে ইচ্ছুক তাঁরা+ ৯১-৯১৪৭১০৪৬২৪ নম্বরে কৃশানু রায় বা +৯১৯১৪৭০৭৭৫০৭ নম্বরে ইন্দ্রনীল মিত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম নথিভুক্ত করতে অগ্রিম অন্তর্ভুক্তির প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *