কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইনে বৈপ্লবিক উদ্ভাবন

দিগদর্শন ওয়েব ডেস্ক: বিশ্ব জুড়েই এখন বিজ্ঞানে নতুন বিপ্লব এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সংক্ষেপে এ আই। যা জীবনের প্রতিটি ক্ষেত্রে অংশ নিয়েছে। স্থাপত্য, রিয়েল এস্টেট, বিল্ডিং ও ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে নির্ভুল প্রয়োগ এক উদ্ভাবনী সাফল্য এনে দিচ্ছে। ডি সি ভিশনের প্রতিষ্ঠাতা ধৃতি চ্যাটার্জি একজন পেশাদার পরামর্শদাতা হিসেবে এ আই প্রযুক্তিকে ব্যবহার করছেন।

ধৃতি চ্যাটার্জি জানান, বাস্তব বিশ্বের পরিস্থিতিকে প্রতিফলিত করতে মেশিন লার্নিং অ্যাল গরিদম ব্যবহার করে ব্যবহারকারীরা মিথ ক্রিয়া ও রিয়েল টাইম ডেটা ইনপুটগুলির উপর ভিত্তি করে গতিশীলভাবে সামঞ্জস্য রক্ষা করতে পারে। স্থাপত্য নির্মাণে এ আই চালিত ভি আর সমাধান ডিজাইনের কল্পনাকে নির্ভুলতার সঙ্গে বাস্তবায়িত করে। গৃহ নির্মাণে অঙ্গসজ্জার ক্ষেত্রেও এ আই ও ভি আর সমন্বয় প্রযুক্তি এখন নতুন বৈপ্লবিক দিশা দেখাচ্ছে।

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *