দিগদর্শন ওয়েব ডেস্ক : ২১ শতাব্দীর বড় চ্যালেঞ্জ সাইবার ক্রাইম।অনুন্নত দেশগুলিতে সাধারণ মানুষ সাইবার তস্করদের ফাঁদে পড়ছে বিশাল পরিমাণে। কোভিড পরিস্থিতির পর সিকিউরিটি ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ২০২৩ এর ৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ২২০০টিরও বেশি সাইবার জালিয়াতির ঘটনা ঘটছে পৃথিবীতে। দৈনন্দিন জীবনে আমরা যত মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ ও প্যাডে নির্ভরশীল হয়ে পড়ছি তত সাইবার জালিয়াতির সংখ্যা বাড়ছে। প্রতি ৩৯ সেকেন্ডে একটি সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে।
ভারতের হিসেব আরও মারাত্মক। বিশ্বে যত সাইবার অপরাধ হয়েছে তার গত ছ মাসের হিসেবে ২১২৭ টি, সেখানে ভারতের সংখ্যা ১১০৮ টি। ভারতের অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীর অবস্থা মহাভারতের অভিমন্যুর মত আমরা চক্রব্যূহে আক্রান্ত।মুহূর্তের হাতছানিতে সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে দেশের ছাত্রসমাজ। বিশেষ করে উঠতিবয়সী ছেলেমেয়েরা। এই ব্যাপারে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা, গোপনীয়তা সম্পর্কে সচেতন করে তুলতে ক্লাস সেভেন থেকে টুয়েলভের নিয়ে সাইবার ক্রাইম প্রতিরোধ পাঠক্রমের আয়োজন করেছে। পেশাদার সংস্থা ওয়েবেলের দক্ষ সাইবার বিশেষজ্ঞরা এই পাঠক্রম সহায়তায় করছেন।
এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষা বিদ্যুৎমালা সালুঙ্কে বলেন আকর্ষণীয় শিক্ষার মাধ্যমে আমরা যুগোপযোগী সইবার ক্রাইম সচেতনতা আনার সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রছাত্রীরা নিজেরা শুধু নয়, তারা টাদের অভিভাবকদেরও সতর্ক করতে পারবে। ডিজিটাল ভারতের ভবিষ্যত নাগরিক সুরক্ষিত হলেই ভারত সুরক্ষিত হবে।