রাজ্যপাল দিলেন জনকল্যাণ ট্রাস্টের পক্ষে ছাত্রছাত্রীদের বৃত্তি ও এককালীন অনুদান

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক : সমাজ নির্মাণে ব্রতী সমাজসেবী সংস্থা জন কল্যাণ সংগঠন এক পরিচিত নাম। বুধবার বিকেলে কলকাতার লোকভবনে সংস্থার পক্ষ থেকে আয়োজন হয়েছিল ২৫ লক্ষ টাকার এক ছাত্র সহায়ক প্রকল্প। প্রায় ৫০ জন আর্থিকভাবে পিছিয়ে থাকার পরিবারের নির্বাচিত ছাত্রছাত্রীদের দেওয়া হয় আর্থিক সহায়তা ও শংসাপত্র। এই অর্থ ও শংসাপত্র ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রায় ৫০ জন উপকৃত ছাত্রছাত্রীদের হাতে স্বীকৃতি পত্র তুলে দিয়ে রাজ্যপাল বলেন, শিক্ষা এক প্রগতিশীল সমাজ গড়ে তোলে। জনকল্যাণ সংগঠনের এই উদ্যোগ প্রতিভা বিকাশে সহায়তা করে দেশের ভবিষ্যত প্রজন্মকে সুদৃঢ় করছে।

জন কল্যাণ ট্রাস্ট্রের কোষাধ্যক্ষ কুণাল পাটোদিযা বলেন, শিক্ষা সামাজিক রূপান্তরের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই উদ্যোগের মধ্য দিয়ে ট্রাস্টের বার্তা , আর্থিক সীমাবদ্ধতার জন্য মেধাবী ছাত্রছাত্রীদের যেন বাধার সম্মুখীন না হতে হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা। এদিনের অনুষ্ঠানে স্বীকৃতি পাওয়া ছাত্রছাত্রীদের তালিকায় ছিলেন রামকৃষ্ণ মিশনের এমএস সি ( পদার্থ বিজ্ঞান) বিভাগের ছাত্রী জুনিতা জয়সওয়াল, সিটি কলেজের বি কম প্রথম বর্ষের ছাত্র শুভম বিশ্বাস, কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ও এনসিসি ক্যাডেট সৌম্য মাওণ্ডিয়া, হিন্দি ভাষায় উচ্চ নম্বর অর্জনকারী দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার্থী রোশনি আগরওয়াল ও মাহেশ্বরী গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী উন্নতি শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *