এ আই প্রযুক্তি তথ্য প্রযুক্তি শিল্পে ভবিষ্যত রূপরেখা নিয়ে ফিউচার স্কেপ ২০২৬

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: শুক্রবার সকালে কলকাতা প্রেসক্লাবে সি আই ও ফিউচারস্কেপ ২০২৬ শীর্ষক কলকাতা চ্যাপ্টার ৭ম বার্ষিক উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সি আই ও অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টারের সভাপতি ড: সন্দীপ প্রধান জানান, সি আই ও ফিউচারস্কেপ ২০২৬ ভারতে উন্নততর প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। ২০২৬ নতুন বছরে আমরা অনেকটা এগিয়ে। এখন এ আই আর পরীক্ষামূলক প্রযুক্তি নয়। এখন প্রযুক্তি ব্যবহারিক ভাবে প্রযোজ্য হয়েছে। সি আই ও সদস্যরা আড়ত দায়িত্বশীল , নিরাপদ ও উন্নততর প্রযুক্তির দায়বদ্ধতায় একত্রিত হয়েছেন।

ফলে আগামীদিনে তথ্য প্রযুক্তিকে নেতৃত্ব দেবে। আমরা যন্ত্র নয়, যন্ত্রের প্রযুক্তিকে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে চেয়ার। এই সংগঠন আন্তর্জাতিকভাবে ১৯ টি শাখা পরিচালনা করে। বেঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাটুর, দিল্লি, এন সি আর, গোয়া, গুজরাট, হায়দ্রাবাদ , কেরালা, কলকাতা, মধ্যপ্রদেশ, মুম্বাই, নাগপুর, পাঞ্জাব , পুনে, রাজস্থান, বাংলাদেশ ছাড়াও দুবাই, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে শাখা কাজ করছে।

মূল অনুষ্ঠান উদ্বোধন করেন স্যাপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এম ডি মণীশপ্রসাদ সাইফি টেকনোলজিসের সি এম ডি রাজু ভেগেসনা। ছিলেন সি আই ও কলকাতা চ্যাপ্টারের সভাপতি ও সেঞ্চুরি প্লাইবোর্ডসের সি ডি আই ও ড: সন্দীপ প্রধান, ইন্ডিয়া পাওয়ারের প্রেসিডেন্ট ও আইটি অ্যান্ড ডি সঞ্জীব সিনহা, সেঞ্চুরি প্লাইবোর্ডসের সেক্রেটারি ও সি আই এস ও সঞ্জয় গোস্বামী, ইমামির ভাইস প্রেসিডেন্ট ও সি আইও সম্রাট ব্যানার্জি, আইটিসি ইনফোটেকের প্রাক্তন সিনিয়র ডিরেক্টর ও যুগ্ম সচিব পম্পা বসু, জে এম এস মাইনিংয়ের এম সি সদস্য আইটির প্রধান রাজেশ দত্ত, এম সি সদস্য ও আইটি প্রধান অবনীশ কুমার, এম সি সদস্য ও আইটি প্রধান অধিনায়ক কৃপদ্যুতি সরকার , এম সি সদস্য , গ্রুপ সি আই ও অম্বুজা নিওটিয়া ও গ্রাসিম ইন্ডাস্ট্রিজের এম সি সদস্য ভিপি আইটি ঋষিকেশ কৃষ্ণ সিং , ধুন্সেরি পলি ফিল্মসের এম সি সদস্য সুরজিৎ ব্যানার্জি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *