পুরুষের অধিকার রক্ষার সংগ্রামী সংগঠন অল বেঙ্গল মেন্স ফোরামের সমাজের সেরা পুরুষ সম্মান প্রদান অনুষ্ঠান হলো নজরুল মঞ্চে

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: শনিবার বিকেলে নিউটাউন নজরুল তীর্থে দীর্ঘ ছ় বছর ধরে আয়োজিত সমাজের সেরা পুরুষ পুরষ্কার অনুষ্ঠান হয়ে গেল।আয়োজক অল বেঙ্গল মেন্স ফোরাম। এই সংগঠন মূলত সমাজে শোষিত বঞ্চিত কিশোর, যুবক ও পুরুষদের সামাজিক ও আইনি অধিকার প্রতিষ্ঠার লড়াই করে।

শনিবার এই অনুষ্ঠানে সেরার সেরা পুরষ্কার পেলেন প্রবীণ জনপ্রিয় চরিত্রাভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।জ্ঞানরত্ন্ট পুরস্কারে ভূষিত হলেন অধ্যাপক, পুরানবিদ ও লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। খেলার জগতের ব্যক্তিত্ব সম্বরণ ব্যানার্জি, শিক্ষাবিদ, অভিনেতা সুজয় বিশ্বাস, রাজনীতিবিদ তাপস চট্টোপাধ্যায় প্রমুখ।বেশ কয়েকজন বাঙালি পুরুষ ও মহিলা শিল্পপতিদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল বিবাহ সংক্রান্ত পারিবারিক হিংসার বলিতে আইনি ও মানসিক টানাপোড়েনে ক্ষতবিক্ষত পুরুষদের ফ্যাশন শো। অনুষ্ঠানে একদিকে পরাণ বন্দ্যোপাধ্যায়ের শচীন কর্তার জনপ্রিয় গান গাওয়া ও সরস বক্তব্য যেমন দর্শকদের উদ্দীপ্ত করে তেমনই এই অল বেঙ্গল মেন্স ফোরামের পুরোধা নন্দিনী ভট্টাচার্যের সঞ্চালনায় ছিল সামাজিক দায়বদ্ধতার নজির।সাইট সংগঠনে যুক্ত হয়ে যাঁরা জীবনের ছন্দপতনের শিকার হয়েছেন তাঁরা নতুন করে বাঁচার অনুপ্রেরণা নিয়ে ঘরে ফিরে গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *