দিগদর্শন ওয়েব ডেস্ক : বিইং ইবান এন্টারটেনমেন্ট তাঁদের স্কুল অফ পারফর্মিং আর্টস চালু করেছে। এই সংস্থায় অভিনয়, মডেলিং, চলচ্চিত্র নির্মাণ, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির একটি ব্যবহারিক পেশাগত প্রশিক্ষণ এক নজির সৃষ্টি করবে। কলকাতার উত্তরপূর্ব প্রান্তে চিনার পার্কে ১১ হাজার বর্গফুটের অত্যাধুনিক সুবিধা ও উন্নত প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
সংস্থাটি পক্ষে প্রযোজক পরিচালক অতনু ঘোষ শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, আগ্রহী অভিনেতারা শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রযুক্তিগত শিল্প ও শিল্পের সূক্ষ্মতা সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার সুযোগ পাবে। থাকবে চলচ্চিত্রে অংশগ্রহণের সুযোগ। ময়ূরাক্ষী, অংশুমানের ছবি , অ্যাবি সেন, বিনি সুতোয় ও শেষ পাতার মতো প্রশংসিত ছবির পরিচালকের সঙ্গে জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ের এক বিশেষ সুযোগ মিলবে।
অ্যাকাডেমি পরিচালনা করছেন আন্তর্জাতিক মডেল ইবান ব্যানার্জি। চিফ মেন্টর প্রাক্তন মিসেস ইন্ডিয়া খেতবজয়ী প্রশাসক তুহিনা পাণ্ডে। তুহিনা পাণ্ডে জানান, এই সংস্থা শিক্ষার সাথে প্রাথমিক কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করছে।
