
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতার ঐতিহ্যশালী ক্যালকাটা বয়েজ স্কুলির উদ্যোগে আয়োজিত হলো পাঁচদিনব্যাপী নবম আন্তর্জাতিক ক্লিফফোর্ড বিতর্ক প্রতিযোগিতা। ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে প্রায় আশিটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন। ক্লিফফোর্ড ছিলেন এই স্কুলের প্রিন্সিপাল ও সেক্রেটারি। তাঁর কর্মকাল ছিল ১৯৫২ থেকে ১৯৭৪ পর্যন্ত। স্কুলকে এক সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিলেন দক্ষতার সঙ্গে। তাঁর স্মৃতিতেই এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের সমাপ্তি দিবসে বর্তমান প্রিন্সিপাল ও সেক্রেটারি রাজা ম্যাকগি জানালেন , নবম আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় ক ও খ বিভাগের ছ’টি পুরষ্কার দেওয়া হয়েছে। প্রথম বছরে ( ২০১৫)বিজয়ী স্কুল ছিল সেন্ট জেমস স্কুল। রানার আপ ক্যালকাটা বয়েজ। গত বছরে খ বিভাগে বিজয়ী দল ছিল ব্যাঙ্গালুরুর বেথানি হাই স্কুল। রানার আপ ছিল দুবাইয়ের জেমস নিউ মিলেনিয়াম স্কুল। ক বিভাগে ২০১৫ সালে বিজয়ী দল ছিল লা মার্টিনিয়ার ফর গার্লস। রানার আপ ক্যালকাটা বয়েজ।
বিতর্ক প্রতিযোগিতার শেষদিনে বিতর্কের বিষয় ছিল বিজ্ঞাপনে মনস্তাত্বিক ও প্ররোচনামূলক কৌশল ব্যবহার নৈতিক ভাবে ভুল এই সিদ্ধান্তে সাতটি স্কুলের শিক্ষার্থীরা ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ী হয় লা মার্টিনিয়ার ফর গার্লস ও দ্য বিশপস কো -এড স্কুল ( উন্দ্রি)। আয়োজক স্কুলের প্রিন্সিপাল রাজা ম্যাকগি বলেন, এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্য মত বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বের ভিত্তি গড়ে তোলা।
