
*******
দিগদর্শন ওয়েব ডেস্ক: প্রথামত এবারেও বাইপাসের ধারে বইমেলা প্রাঙ্গনে ৪৯ তম বইমেলা শুরু হচ্ছে ২২ জানুয়ারি। সোমবার বিকেলে মধ্য কলকাতার এক বিলাসবহুল হোটেলে কলকাতা বই মেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ছিলেন সংগঠনের সভাপতি সুধাংশুশেখর দে , সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ও অন্যান্য কর্মকর্তারা। আগামী বছরে অনুষ্ঠিত বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার। তাই দিল্লি থেকে উড়ে আসেন আর্জেন্টিনা দূতাবাসের রাজনীতি ও সাংস্কৃতিক বিভাগের প্রধান অ্যান্ড্রেস সেবাস্তিয়ান, কনস্যুলারআনন্দী কিপো রিয়াভিটস্। রবীন্দ্রনাথ যাঁকে উদ্দেশ্য করে লিখেছিলেন আমি চিনিগো চিনি তোমারে ওগো বিদেশিনী সেই রবীন্দ্রানুরাগী ভিক্টোরিয়ার ওকাম্পো র দেশট সাহিত্য ও ক্রীড়া সংস্কৃতিতে বিশ্বজোড়া খ্যাতির অধিকারী। সেবাস্তিয়ান বলেন , এবারের বইমেলায় ফুটবল নিয়ে কিছু করার পরিকল্পনা নিচ্ছে আর্জেন্টিনা প্রশাসন।

২০২৭ এর অনুষ্ঠিত হবে সুবর্ণজয়ন্তী বর্ষ। সেই বছরটি স্মরনীয় করে রাখতে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে গিল্ড । এদিন থিম কান্ট্রির লোগো প্রকাশ হয়। স্টলের সংখ্যা প্রায় হাজার। তবু বেশকিছু আবেদনকারী প্রকাশক সংস্থাকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। এবারের বইমেলায় দেশের উত্তরপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা,মহারাষ্ট্র, পঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশ যোগ দিচ্ছে। তালিকায় নাম নেই অসম , ত্রিপুরার মত পড়শি দেশ। বিদেশি রাষ্ট্রের তালিকায় আছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি , পেরু , স্পেন, কলম্বিয়া, জাপান ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ। সাংবাদিক সন্মেলনে উচ্চারিত হলো না রাশিয়া , চিন বা বাংলাদেশের নাম।

থাকছে লিটল ম্যাগাজিন ও শিশুদের আলাদা প্যাভিলিয়ন। সংগঠনের পক্ষে জানানো হয গত বছরের মেলায় এসেছিলেন ২৭ লক্ষ মানুষ। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার।২৪ ও ২৫ জানুয়ারি বইমেলায় আয়োজিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। যোগ দেবেন দেশবিদেশের লেখক, কবি ও সাহিত্যপ্রেমীরা।
