সংজ্ঞা’র রজতজয়ন্তী অনুষ্ঠান রবীন্দ্রসদন মঞ্চে

দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে সংজ্ঞা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্টানে সম্বর্ধনা জানানো হয় মীরাক্কেল খ্যাত অতনু বর্মণ , সংগীতশিল্পী পদ্মপলাশ ও বাচিক শিল্পী উর্মিমালা বসুকে। সংবর্ধিত ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশ নেন। কৌতুকাভিনয় পরিবেশন করেন অতনু বর্মণ, কীর্তনাঙ্গের গান পরিবেশন করেন পদ্মপলাশএবং শ্রুতিনাটক পরিবেশন করেন উর্মিমালা বসু।
একক আবৃত্তি পরিবেশনে ছিলেন প্রণতি ঠাকুর, কাজল সুর,সুকুমার ঘোষ , সুদীপ্ত রায়, আমেরিকার প্রবাসী বাঙালি কল্লোল চট্টোপাধ্যায় এবং আগরতলার শিল্পী দীপক সাহা।

সতীনাথ মুখোপাধ্যায় , বিপ্লব চক্রবর্তী , প্রীতি দত্ত, স্বরূপ পাল ও স্বাতী পাল নিবেদন করলেন শক্র -মিত্র তফাৎ বুঝি না, শান্তি খুঁজি শিরোনামে আবৃত্তি পাঠ ও গানের একটি সম্মেলক উপস্থাপনা । গ্রন্থনায় ছিলেন অমিত বন্দোপাধ্যায়। অদ্বিতীয়ার সম্মেলক নিবেদনে ছিল যখন বৃষ্টি নামলো। অংশগ্রহণে ছিলেন ড: সুরজিৎরায় , অন্তরা দাস ও অদ্বিতীয়ার সদস্যরা। দীপক সাহার পরিচালনায় কাব্যায়ন আগরতলার শিল্পীরা মনসামঙ্গল। সংজ্ঞা’সদস্যদের সম্মেলক বাচিক উপস্থাপনায় ছিল ভঙ্গ বঙ্গদেশ।

এদিনের অনুষ্ঠানে সামগ্রিক পরিচালনায় ছিলেন সংজ্ঞা’র প্রাণপুরুষ বিপ্লব চক্রবর্তী । সঞ্চালনায় ছিলেন মধুমতী বসু ও সুদীপ্তা ভাদুড়ি। আবহে শুভ্রর সেনগুপ্ত, তবলায় অরবিন্দ প্রধান , কী বোর্ডে প্রদ্যোৎ গাঙ্গুলি ও মঞ্চ নির্মাণে ছিলেন কৈলাশ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *