ভোট যুদ্ধ – দেশের লড়াই, টিভি নাইন বাংলা চ্যানেলে বাংলার নতুন নিউজ সিরিজ রবিবার রাত ১০টায়

দিগ্দর্শন ওয়েব ডেস্ক: ভারতের গণতন্ত্রের মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালক নির্বাচন। দীর্ঘ ঔপনিবেশিক শাসন ও শোষণ, সংগ্রাম আন্দোলন এবং ইংরেজ রাজের অন্তিম মুহূর্তে দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশভাগের কালরাত্রিগুলি পেরিয়ে নির্বাচিত সাংসদ , রাজা রাণী বাছাইয়ের যে উত্তাপ তা অনুভূত হয়েছিল গত শতকের পাঁচের দশকের গোড়ায়। সেই ট্র্যাডিশন সমানে চলেছে।

১৯৫১/৫২। নির্বাচনের প্রথম স্বাদ পান দেশের নাগরিকেরা।না পাওয়ার দুঃখ ভুলে নতুন আশায় উৎসাহিত মানুষ ভোটের উৎসবে যোগ দেন। বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন দক্ষিণপন্থী দলে তেমন ছিলেন বামদলে। বাহুবলী বা অর্থের প্রাচুর্যে ভোট কেনার প্রয়োজনীয়তা তখন দলগুলি ভাবেননি। আবার একটা নির্বাচনের সামনে কি সেই ফেলে আসা দিনগুলি ফিরতে পারে না সেই সূত্র খুঁজবে টিভি নাইন বাংলা। গত সাত দশকে নির্বাচন হয়েছে অনেক। ব্যালট থেকে ই ভি এম , ভোট নিয়ে মানুষের চাওয়া পাওয়া, ঘাট প্রতিঘাত , শাসক বিরোধী সংঘাতের ইতিবৃত্ত এসবই নতুন নিউজ সিরিজে তুলে ধরার দায় নিয়েছে টিভি নাইন বাংলা।নির্বাচনী গণতন্ত্রের বাঁক ঝোঁক, সংসদের অন্দর বাহিরের ছবি গল্প তুলে ধরার। রবিবার ১০ মার্চ ২০২৪ রাত দশটায় । অন করুন টিভি নাইন বাংলা চ্যানেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *