
দিগদর্শন ওয়েব ডেস্ক: খ্রিস্টমাস উৎসব শুরু হয়ে গেছে। কেক প্যাস্ট্রির পাশাপাশি বহু পদের সম্ভার অঞ্চের বিভিন্ন রেস্তোরাঁ। পিছিয়ে নেই ইয়েলো টার্টেল ২০ ডিসেম্বর গড়িয়াহাট শাখায়।থাকছে পাইনাপেল গ্লেজড পর্ক বেলি যা লাল গাজরের সঙ্গেলাল বাঁধাকপি ও মাখনে জারানো আলুর সঙ্গে পর্ক। বড়দিনের স্পেশাল আইটেম চিলি পাম সসের সঙ্গে হনি রোস্টেড ক্যারোট উইথ স্পাইসড বিন্স রোস্টেড ডাক।
ডেসার্টের তালিকায় থাকছে -সান্তাস হট চীজ কেক। পানীয়র তালিকায় রুডলফস হট কোকো স্পেশাল, সানতা’স ক্র্যানবেরি পাঞ্চ। গোলপার্ক শাখায় ২০ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। স্বাদের দুনিয়ায় ইয়েলো টার্টেল এখন জেন জি’র রসনা তৃপ্তির একান্ত আপন।
