
********
দিগদর্শন ওয়েব ডেস্ক : আমেরিকান অভিনেত্রী, সমাজকর্মী ও নাট্য আন্দোলনের কর্মী সিনথিলা নিক্সন বলেছেন,আমাদের দেশে অরুণা আসফ আলি বলেছেন, নারীর আত্মসম্মান ও আত্মবিশ্বাস তাঁদের স্বাস্থ্য রক্ষার প্রধান উপায়। নারীর আত্ম সম্মানবোধ বা আত্মবিশ্বাস আসবে বৌদ্ধিক চেতনার মধ্য দিয়ে সেই সচেতনতার কাজ গত ৮৯ বছর ধরে করে আসছে সামাজিক দায়বদ্ধতায় প্রতিশ্রুতিবদ্ধ বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি সোমবার সকালে টালিগঞ্জ কুদঘাট অঞ্চলে রাজ্যের প্রাক্তন স্পিকার মনসুর হাবীবুল্লাহ স্বরণের গড়ে ওঠা কো- এড স্কুলে ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির পরিচালনা করে রোটারি ক্লাবের সহযোগিতায়। মূলত মেয়েদের স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সার যেহারে বেড়ে চলেছে তাই এবছরে সংগঠনের লক্ষ এই রোগের বিষয়ে মানুষকে সচেতন করা।

এই সংগঠনের এই মুহূর্তে স্ত্রীরোগ চিকিৎসক সদস্য প্রায় ১২ হাজার। বিশেষত আর্থ সামাজিক ভাবে পিছিয়ে থাকা মহিলাদের জন্যই এই প্রকল্প। চলতি আর্থিক বছরে মূল থিম নারীর জীবন বাঁচাতে: সচেতনতা থেকে কর্মে। পরিষেবা থাকছে বিনামূল্যে পরামর্শ ও স্ক্রিনিং টেস্ট, অ্যানিমিক ও থ্যালাসেমিয়ার জন্য রক্ত পরীক্ষা, স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণে ম্যামোগ্রাফি, মেনোপজ পরবর্তী অস্টিওপোরেসিস নির্ণয়ে বোন মিনারেল ডেনসিটোমেট্রি,জরায়ুর মুখে ক্যান্সার শনাক্ত করতে প্যাপ স্মিয়ার ও ভি আই এ টেস্ট। এই পরিষেবা দেওয়া হবে বছর জুড়ে।

সংগঠনের সভাপতি ডাঃ এম এস সামসুজ্জোহা উদ্বোধনী ভাষণে বলেন, শুধু সচেতনা নয়, কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সংগঠন। এরফলেপ্রান্তিক নারীদের জীবনের মান উন্নয়নের সহায়ক হবে। সংগঠনের সম্পাদক। ডাঃ তুলিকা ঝা বলেন,প্রায় ন দশক ধরে আমাদের এই কর্মযজ্ঞ চলছে। রোটারি সংগঠনের পক্ষে এক বক্তা জানান, আমরা শহর ও বাংলার গ্রামাঞ্চলে সরাসরি যোগাযোগ রেখে সাধ্যমত সামাজিক কাজে ব্রতী থাকি। বি ও জি এস সংগঠনের দক্ষ স্ত্রীরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ক্যান্সার রোগের দুটি সবচেয়ে বেশি দিক মেয়েদের স্তন ক্যান্সার ও জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে আমরাও দায়বদ্ধ।