নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আক্রমণাত্বক হলেও মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী নরম

********

দিগদর্শন ওয়েব ডেস্ক: রাজ্যে চলছে এস আই আর। কেন্দ্রীয় শাসক দলের আজ্ঞাবহ এই অভিযোগে মুখ্যমন্ত্রী যখন আক্রমণাত্বক ভাষাতে আক্রমণ করছেন, তখন তৃণমূল মন্ত্রীসভার অন্যতম সদস্য গ্রন্থাগার মন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দ -এর সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এস আই আরে যেন একজন বৈধ ভোটারের নাম বাদ না যায়, ইলেকশন কমিশন যেন কেন্দ্রের শাসক দলের অনুগত না হয় এসব প্রত্যাশা করেন ইলেকশন কমিশনের কাছে।

মঙ্গলবার দুপুরে কলকাতায় প্রেসক্লাবে দলের পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিবেদক রাজ্যের মন্ত্রীর কাছে জানতে চান, মুখ্যমন্ত্রী যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত তখন শরিক দলের নেতা হিসেবে ইলেকশন কমিশনের কাছে ন্যায্য ভূমিকা প্রত্যাশা করেন? জবাবে সিদ্দিকুল্লা চৌধুরী জানান, আমরা ভাষাটা নরম রেখেছি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য জমিয়তে উলামা হিন্দ- এর পক্ষ থেকে জানানো হয়,যায় সংগঠন একশ ছ বছরের প্রাচীন স্বাধীনতা সংগ্রামী সেবামূলক প্রতিষ্ঠান । এদিন সাংবাদিক সম্মেলন সেরে সিদ্দিকুল্লা চৌধুরী তাঁদের সংগঠনের একদল প্রতিনিধিদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এক গুচ্ছ দাবি নিয়ে দেখা করতে যান। তাঁদের দাবি, কোনো প্রকৃত ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। সমাজের প্রান্তিক গোষ্ঠী _আদিবাসী, পরিযায়ী শ্রমিক, চা বাগানের কর্মী , দিনমজুর, গৃহহীন , ভবঘুরে,অনাথ আশ্রমের সদস্যরা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোটার তালিকা অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ কর্মসূচী গ্রহণ করতে হবে। কমিশনের কার্যক্রম সম্পর্কে ধারাবাহিক প্রচার সুনিশ্চিত করতে হবে। এদিনের সাংবাদিক সন্মেলনে সংগঠনের পক্ষে বিভিন্ন জালারু কর্মকর্তারা তাঁদের জেলার বিবরণ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *