৩০ মার্চ রবিবার দ্বিতীয় নক্ষত্র সম্মান দেখুন টিভি নাইন বাংলার পর্দায়

******

(বাঁ থেকে ডান): বরুণ দাস, এমডি, TV9 নেটওয়ার্ক; সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তণ ভারতীয় ক্রিকেটার অধিনায়ক; অমৃতাংশু ভট্টাচার্য, ম্যানাজিং এডিটর, TV9 বাংলা; অরূপ বিশ্বাস, ক্রীড়া ও যুব বিষয়ক, বিদ্যুৎ এবং আবাসন মন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাহুল পুরাকায়েস্থ, প্রোগ্রামিং হেড, TV9 বাংলা; অনির্বাণ চৌধুরী, কনসাল্টিং এডিটর, TV9 বাংলা; ও বিক্রম কাটিকানেনি, সিওও, TV9 নেটওয়ার্ক।

দিগদর্শন ওয়েব ডেস্ক : টিভি নাইন বাংলা আয়োজিত দ্বিতীয় নক্ষত্র সম্মান সম্প্রতি আয়োজিত হয় বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলের ব্যাঙ্কয়েটে। টিভি নাইন নেটওয়ার্কেরএম ডি বরুণ দাসের পরিকল্পনায় ও সক্রিয় অংশগ্রহণে এই সম্মান অনুষ্ঠান আগামী রবিবার ৩০ মার্চ সম্প্রচারিত হবে টিভি নাইন বাংলা চ্যানেলে বিকেল ৫ টায়। মূলত চিকিৎসা গবেষণা, ইতিহাস গবেষণা , মানবসেবা ও ক্রীড়া নাট্য শিল্পের সার্থক ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক , বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস, টিভি নাইনের প্রোগ্রামিং হেড রাহুল পুরকায়েত,কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী ও টিভি নাইন- নেটওয়ার্কের এর সি ও ও বিক্রম কাটিকানেনি।

প্রথম থেকে প্রথমে সম্মানে ভূষিত হন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। জীবনকৃতি সম্মানে ভূষিত হন নাট্য ব্যাক্তিত্ব রূদ্রপ্রসাদ সেনগুপ্ত। ক্যান্সার গবেষণারত জন্য প্রথম থেকে প্রথমে সম্মানে সম্মানিত হন ডা: অসীমা ভট্টাচার্য। সিন্ধুলিপি পাঠোদ্ধারের দিশা দেখানোর জন্য সম্মানিত হন বহতা অংশুমালী দৃষ্টিহীনদের নিয়ে নাট্য পরিচালনা ও মঞ্চস্থ করার এক দিগন্তকারী প্রচেষ্টার সাফল্যের জন্য সম্মানিত হন শুভাশিস গঙ্গোপাধ্যায়। সমাজে ব্রাত্য শবর জাতির প্রতিষ্টার্ট জন্য প্রয়াত মহাশ্বেতা দেবীর অবদান ভোলার নয়। সেই ঐতিহ্যের ভার গ্রহণ করে শবরদের শিক্ষা বিস্তারের জন্য ড: অরূপ রায়কে দেওয়া হয় নক্ষত্র সম্মান।

এই নক্ষত্র অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রচারের আলোর বাইরে থাকা পাঁচ নক্ষত্রকেও সমাজের মূলধারায় পরিচয় করিয়ে সম্মানিত করে টিভি নাইন বাংলা চ্যানেল। এই পাঁচজন একক উদ্যোগে বনসৃজনকারী দুখু মাঝি, প্রান্তিকদের শিক্ষা বিস্তারের সৈনিক রেবা মুর্মু, ভবঘুরেদের ও মানসিক ভাবে অসুস্থদের মাথা জিঞ্জারি ঠাঁই ও দুবেলা দুমুঠো অন্নের সংস্থার করে চলেন রীতিমত ভিক্ষা করে। সেই ত্রাণকর্তার নাম সাজু তালুকদার। এখনও যান্ত্রিক যুগের যন্ত্রণায় মানুষ যখন রোবট হয়ে যাচ্ছে তখন এইসব ব্যক্তিত্বদের দেখে আপনাকে বলতেইহবে আছে আছে প্রাণ আছে। এমনটাই জানিয়েছেন টিভি নাইন বাংলা চ্যানেলের ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য।

অনুষ্ঠানের শুরুতে টিভি নাইন নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস বলেন, বছরের শুরুতেই আমি আমাদের সহকর্মীদের বলেছিলাম ২০২৫ সাল এক নতুন আর্থ- সামাজিক পরিবর্তন আসতে চলেছে । দুটো মাত্র উপায়। আমাদের অস্তিত্ব থাকবে কি থাকবে না। একোনো আমার ভবিষ্যতবাণী নয়। তবে এ আই এর যে প্রযুক্তিগত উদ্ভাবন দেখছি সমাজের সর্বস্তরে মানব ইতিহাসকে একটা নতুন দিশা দেখিয়েছে। এই বিজ্ঞানের অগ্রগতির নেতিবাচক প্রভাব ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠবে না তো? আমরা জানি না।

পাশাপশি বিশ্ব রাজনীতিতে এক অস্থির অবস্থা আমাদেরআরও চিন্তিত করছে। এই প্রসঙ্গে তিনি আমেরিকায় ট্রাম্পের প্রত্যাবর্তন ও তাঁর। বৈদেশিক নীতির মধ্যে অস্বাভাবিকতা দেখছেন না। বাংলার শিল্প ইতিহাসের কিছু বর্ণনা করে জানান ভারতকে বাংলা পথ দেখাবে। ভারত আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন নেবে। লঘু মেজাজে তিনি উপস্থিত সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বলেন, ক্রিকেটার হয়ে নয় ফুটবলার হলে আমরা অনেকটা বিশ্বমানে পৌঁছতে পারতাম। বরুণ দাস তাঁর বক্তব্য শেষ করেন চার্চিলের একটি উক্তি দিয়ে। একজন নেতিবাচক ব্যক্তি সম্ভাবনার মধ্যে একটা আশঙ্কা খুঁজে বেড়ান, সমস্ত আশঙ্কার মধ্যে একটা সম্ভাবনা খোঁজে একজন আশাবাদী।

টিভি নাইনের, “নক্ষত্র সম্মান” অনুষ্ঠান দেখতে রবিবার বিকেল ৫ টায় চোখ রাখুন টিভি নাইন বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *