শিরোনাম

দুদিনব্যাপী স্বর সম্রাট উৎসবে ৪০ বছর পর একসঙ্গে মঞ্চে ওস্তাদ আমজাদ আলি ও পণ্ডিত স্বপন চৌধুরী

******

দিগদর্শন ওয়েব ডেস্ক : ৪০ বছর পর দুদিনব্যাপী স্বর সম্রাট উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে মঞ্চে যুগলবন্দি হতে চলেছে। শিল্পী বিশ্বখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ আমজাদ আলি ও তবলা বাদকপণ্ডিত স্বপন চৌধুরী। দীর্ঘ ১১ বছর ধরে অনুষ্ঠিত এই উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব জনপ্রিয় হয়ে উঠেছে। এই উৎসবের কুশলী আয়োজক বিশ্বখ্যাত আরেক সরোদ শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদারও তাঁর পরিবার। অনুষ্ঠান পরিচালনায় শ্রী রঞ্জনী ফাউন্ডেশন।

সম্প্রতি মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক সন্মেলনে বসেছিল দেশের উচ্চাঙ্গ সঙ্গীতের নক্ষত্ররা। ছিলেন বিক্রম ঘোষ, তন্ময় ঘোষ, কুমার বোসজয় গোস্বামী, শ্রীকান্ত আচার্য , নৃত্যশিল্পী ও সমাজসেবী আলোকানন্দা রায় সহ অনেকে। তেজেন্দ্র নারায়ণ মজুমদার বলেন, এযুগের প্রজন্ম উচ্চাঙ্গ সঙ্গীতে বিরাট সংখ্যায় আগ্রহ দেখাচ্ছেন। তাই v১১ বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে।১৪ ও ১৫ ডিসেম্বর দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এই অনুষ্ঠানে অনেক নবাগত প্রতিভাবান শিল্পীরা সুযোগ পাচ্ছেন তাঁদের শৈলী প্রকাশে। স্বর সম্রাট আলি আকবরের নামে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা গুরু দক্ষিণা অর্পণ করছি ১১ বছর ধরে। অনলাইনে টিকিট মিলছে। শীতের শুরুতে এই উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের উষ্ণতা অবশ্যই উপভোগ করবেন উচ্চাঙ্গসঙ্গীত প্রেমীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুমন্তী মৈত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *