বেশ্যার বারমাস্যা

পর্ব :১৫৪

বৈদিক যুগে পিতা ও স্বামীর অধিকার ছিল কন্যা ও স্ত্রীকে বিক্রি, দান ও ভাড়া দেওয়া।

সুজিৎ চট্টোপাধ্যায় : বৈদিক যুগের অবাধ যৌনতার প্রসঙ্গে এর আগের পর্বে কিছু তথ্য দিয়েছি। তথ্য কৃতজ্ঞতা সমুদ্র বিশ্বাসের দুর্গাপুজোর অন্তরালে বইটির প্রতি। সেকালে নারীরা কোনও মর্যাদা পেতেন না। মহিলাদের বিক্রয় করা হত। আর্য বিবাহ প্রথা ছিল, কন্যা বিক্রয়ের প্রমাণস্বরূপ পরিবেশগত শব্দ অনুযায়ী পুত্রের পিতা গো – মিথুন অর্থ একটি গাভী ও একটি বলদ যা একজন বালিকার সুখের জন্য যুক্তিযুক্ত বলে মনে করা হত। শুধুমাত্র বালিকারাই যে তাদের পিতার দ্বারা বিক্রীত হতো তা নয়, স্বামীরাও তাদের স্ত্রীদের বিক্রয় করতেন। হরিবংশের ৭৯ তম অধ্যায়ে বলা বিবরণে আছে, কেমন করে যজ্ঞকারী পুরোহিতকে তাঁর দক্ষিণা দেওয়ার ধর্মীয় আচার- অনুষ্ঠানে নারী দান করা হয়, যার নাম পূণ্যব্রত।

মহাভারতের নারী চরিত্র মাধবী। পিতা ও স্বামীর আদেশে বহু পুরুষের ভোগ্যা হতে হয় রাজা যযাতি কন্যা মাধবীকে।

লেখক সমুদ্র বিশ্বাস ১২ পৃষ্ঠায় লিখেছেন, এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ স্ত্রীদের তাঁদের স্বামীর কাছ থেকে ক্রয় করতে হবে এবং সেই স্ত্রীদের যজ্ঞকারী পুরোহিতকে দক্ষিণা হিসেবে দেওয়া হবে। এই বিবৃতি থেকে এটা নিশ্চিত যে , ব্রাহ্মণেরা তাঁদের স্ত্রীদের কিছুর পরিবর্তে অবাধে বিক্রয় করতেন। শুধু তাই নয, আর্যরা তাঁদের স্ত্রীদের খাজনার পরিবর্তে সহবাসের জন্য অন্যদেরও দিতেন। মহাভারতের ১০৩ থেকে ১২৩ অধ্যায়ে মাধবীর জীবন কথার বিবরণ আছে। এই বিবরণ অনুসারে , মাধবী ছিলেন রাজা যযাতির কন্যা। যযাতি গল্বাকে উপহার দেন তাঁর কন্যাকে। গল্বা ঋষির প্রাপ্য ছিল পুরোহিত দক্ষিণা। গল্বাঋষি তাঁকে খাজনার পরিবর্তে তিনজন রাজাকে পর্যায়ক্রমে ভোগ করতে দেন। সময় সীমা ছিল মহিলার গর্ভে সন্তান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সময়।

মহাভারতের ভীষ্ম পর্বে ভীষ্ম শরশয্যায় পাণ্ডবদের জ্ঞান দান করতে গিয়ে বলেন, পূর্ব জন্মের পাপে নারী জন্ম হয়।

তৃতীয় রাজার স্বত্বভোগের কাল সমাপ্ত হওয়ার পর ঋষি মাধবীকে তাঁর গুরু বিশ্বামিত্রের কাছে সমর্পণ করেন এবং বিশ্বামিত্র তাঁকে তাঁর স্ত্রীরূপে গ্রহণ করেন। বিশ্বামিত্র তাঁর স্ত্রীর গর্ভে সন্তান না হওয়া পর্যন্ত তাঁকে নিজের কাছে রাখলেন । তারপর মাধবীকে ঋষি গল্বার কাছে প্রত্যর্পণ করেন। ঋষি আবার মাধবীকে তাঁর পিতা যযাতির কাছে প্রত্যর্পণ করেন। হিন্দু পুরাণে ছত্রে ছত্রে বর্ণিত হয়েছে নারী ভোগের বস্তু ও সন্তান উৎপাদনের হাতিয়ার। মহাভারতের ভীষ্ম পর্বে শরশয্যায় পাণ্ডবদের জ্ঞানদান করতে গিয়ে ভীষ্ম বলেন, পূর্ব জন্মের পাপে মানুষ নারী হয়ে জন্মায়। (চলবে)

আগামী পর্ব ১০ অক্টোবর, শুক্রবার ,২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *