TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘জনরোষে গণপিটুনি?’ ৭ জুলাই রবিবার রাত ১০ টায়।

দিগদর্শন ওয়েব ডেস্ক: গণ পিটুনির রোষে চারদিনে পাঁচজনের মৃত্যু ঘটল রাজ্যে। বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে হিংস্র হয়ে উঠছেন। কখনও বা খাপ পঞ্চায়েতের মত সালিশি সভা বসিয়ে জোটবদ্ধ ভাবে গণ পিটুনি দিচ্ছেন সাধারণ ও বিরোধী পক্ষের মানুষদের। নীরব দর্শক হয়ে সেই দৃশ্য দেখছেন শয়ে শয়ে মানুষ। শাহাজানের মত দুর্নীতির মধ্যমণির সংবাদ শিরোনাম হয়েছে সন্দেশখালি।
পাশাপশি জে সি বি আর জয়ন্তর দাদাগিরির খবরে উঠে এসেছে চোপড়া আর আড়িয়াদহের নাম। গণ প্রহৃত হয়েছেন মানুষ । বাদ পড়েননি প্রবীণ মানুষেরা। প্রশ্ন উঠছে রাজ্যের পুলিশ প্রশাসন কি গান্ধারী?

সংক্রমণ রোগের মত কলকাতার বৌবাজার, সল্টলেক, পাণ্ডুয়া, তারকেশ্বর, ঝাড়গ্রামে একের পর একজায়গা থেকে আসছে গণপিটুনির খবর। বউবাজারে ছাত্র নিবাসে মেধাবী ছাত্রদের হাতে মোবাইল চুরির অভিযোগে নৃশংসভাবে খুন হন ৪৭ বছর বয়সী এরশাদকে। মোবাইল চুরির অপবাদে গুজবের জেরে প্রাণ দেন এক তরুণ। এই ঘটনা মনে করিয়ে দেয় দশ বছর আগের ঘটনা। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের হোস্টেলে মোবাইল চোর সন্দেহে পিটুনিতে মারা যান কোরপান শাহ। বিচার কি নিভৃতে কাঁদবে? কিন্তু কেন ঘটছে একের পর এক ঘটনা? কেন মানুষ আইন তুলে নিচ্ছেন নিজের হাতে? কেন মানুষ হিংস্র হয়ে উঠছে? সভ্য সমাজের স্বীকৃতি কি আমরা হারাতে চলেছি? সমাধান কি? রাই সব প্রশ্নেরউত্তর খুঁজতে টিভি নাইন বাংলার নতুন সিরিজ জনরোষে গণপিটুনি?, দেখুন ৭ জুলাই রবিবার রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *