ট্রিপল এ ক্লাসিক ২০২৪ অশোক রাজের পরিচালনায়

*

শ্রীজিৎ চট্টরাজ : কবি নজরুল বলেছেন ,,,,,, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ,,,,,,,অথচ পুরাণ , রামায়ণে, মহাভারত কুস্তি যুদ্ধের উল্লেখ আছে মল্ল যুদ্ধের নামে। কিন্তু কোথাও পাঞ্জা লড়ার উল্লেখ নেই। এখনও বিশ্বের ক্রীড়া ক্ষেত্রে পাঞ্জা লড়াই অর্থাৎ আর্ম রেসলিংয়ের স্বীকৃতি মেলেনি । কিন্তু পাঞ্জা লড়াই খেলার জনপ্রিয়তা বাড়ছে। উত্তর ক্যালিফোর্নিয়ার এক তরুণ সাংবাদিক বিল সোবার্নসকে বলা হয় আর্ম রেসলিংয়ের জনক। স্থানীয় এক সেলুনে তিনি আর্ম রেসলিংয়ের এক প্রতিযোগিতা শুরু করেন পঞ্চাশের দশকে। পরবর্তী সময়ে ১৯৫২ সালে আরেক পাঞ্জাপ্রেমী ডেভ ডেভিতোর সঙ্গে যৌথ উদ্যোগ স্থানীয় এক অডিটোরিয়ামে প্রতিযোগিতার আয়োজন করেন । সংগঠিত ভাবে শুরু হয় ওয়ার্ল্ড আর্ম রেসলিং লীগ।বিশ্বে ঘটে বিস্তৃতি। আন্তর্জাতিক স্তরে তারকা হয়ে ওঠেন অনেকে। জনপ্রিয়তার নিরিখে হলিউডের বিখ্যাত পরিচালক ম্যানহেম গোলান ১৯৮৭ সালে আর্ম রেসলিংকে নিয়ে একটি চলচ্চিত্র বানান সিনেমাটির নাম ছিল ওভার দ্য টপ।

৯০ এর দশকে নেতাজি ইনডোরে আয়োজন হয়েছিল এক আন্তর্জাতিক পাঞ্জা প্রতিযোগিতা। বিশ্বের ইতিহাসে অবশ্য পাঞ্জা লড়াইয়ের ইতিহাস মেলে জাপানের কোজিকিতে। সময়টা ১৭০০ শতাব্দীর। আরও আগে মিশরে খ্রিস্টপূর্ব ২১ শতকে পাঞ্জা যোদ্ধাদের ইতিহাস আছে। কলকাতা যে সংস্কৃতির প্রশ্নে পিছিয়ে থাকে না এমনকি আর্ম রেসলিংয়ের ক্ষেত্রেও বঙ্গতনয় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন ক্রীড়াবিদ অশোক রাজ। ক্রীড়া জগতের বাইরেও তাঁর আর এক পরিচয় বলিউড, টলিউড চলচ্চিত্র দুনিয়ায় অভিনেতা প্রযোজক।

রবিবার সকাল থেকে উত্তর কলকাতা সংলগ্ন লেকটাউনের মুক্ত মঞ্চে আয়োজন হয় ট্রিপল এ ক্লাসিক ২০২৪। ওজন ও বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে আর্ম রেসলিং প্রতিযোগিতার সঙ্গে দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা হয়। পরিবেশিত হয় মেন্স ফিজিক, আর্ম রেস্টলিং, রিভার্স কার্ল, ডিক লাইন বেঞ্চপ্রেস ৫০ কেজি,৬০ কেজি ৭০ কেজি ৮০ কেজি ও ৯০ কেজি ওজনের ভিত্তিতে। এদিনেঅনুষ্ঠানে অতিথি হিসেব ছিলেন বিমল কুমার চন্দ, শুভ্রা চ্যাটার্জি, রতন সাহা, বৈশাখী সেন, বিনোদ দে, দ্বৈপাযন চক্রবর্তী, সোমনাথ চ্যাটার্জি, অমল কাঁড়ার, মিলন দে , নন্দন দেবনাথ, শ্বেতা তেওয়ারি প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ।
বেশ কয়েকজন সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনায় অশোক রাজের সঙ্গে সহযোগিতা করেন মহেশ্বরী বারুই, আমিশা রাজ, সৌজন্য , আফসর, কিশোর, সূরজ ও আয়েশা রাজ্য।রায় অনুষ্ঠান নির্মাণে সহায়তায় জন্য দমকল মন্ত্রী সুজিত বসুর প্রতি কৃতজ্ঞতা জানান অশোক আখড়া এক ব্যায়াম মন্দির সংস্থার প্রাণপুরুষ অশোক রাজ। অনুষ্ঠানের অন্তিম লগ্নে সঙ্গীত , নৃত্য , যোগা ও জিমন্যাস্টিক প্রদর্শন করেন ওলিপ্রিয় , সুনন্দিতা, অমররাজ, অভীক মজুমদার, রোহন থাপা ও বৈষ্ণব দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *